shono
Advertisement
Dehradun

'ঘুষ' নিয়ে ধরা পড়তেই আজব কাণ্ড, পাঁচশো টাকার নোট চিবিয়ে খেলেন সরকারি কর্মী!

আবাসিক শংসাপত্রের জন্য 'ঘুষ' নেন অভিযুক্ত।
Published By: Kishore GhoshPosted: 05:13 PM May 29, 2025Updated: 05:13 PM May 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির মতোই ঘুষ, ধরা না পড়লে 'মহাবিদ্যা'। সম্ভবত সেকথা ভেবেই মোটা টাকা ঘুষ নিচ্ছেলেন এক সরকারি কর্মচারী। ঝামেলার এক শেষ আর কাকে বলে... সেই সময়েই রাজ্য ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন। অবস্থা বেগতিক বুঝে ঘুষের টাকা চিবিয়ে গিলে ফেলেন ওই ব্যক্তি। দেরাদুনের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। টাকা গিলে ফেলেও গ্রেপ্তারি এড়াতে পারেননি অভিযুক্ত।

Advertisement

দেরাদুনের কলসি এলাকার ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম গুলাম হায়দার। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল ভিজিল্যান্সের কাছে। গুলামকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতা হয়েছিল বলে জানা গিয়েছে। আবাসিক শংসাপত্র ইস্যু করার জন্য দু'হাজার টাকা ঘুষ চান তিনি। সেই টাকা হাতে নিতেই ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্য ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। উপায় নেই বুঝে পর পর চার-চারটি ৫০০ টাকার নোট গিলে ফেলেন ওই ব্যক্তি।

উল্লেখ্য, আবাসিক শংসাপত্র তৈরি করে দেওয়ার জন্য ঘুষ নিচ্ছেন গুলাম হায়দার, আগেভাগেই এই খবর ছিল রাজ্য ভিজিল্যান্স দপ্তরের কাছে। সেই মতোই ফাঁদ পাতা হয়েছিল। সেই ফাঁদে পা দেন অভিযুক্ত। টাকা গিলে ফেললেও নজরদারি বিভাগের চোখে পড়ে যান। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। শুরু হয়েছে তদন্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেরাদুনের কলসি এলাকার ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম গুলাম হায়দার।
  • ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
Advertisement