shono
Advertisement
TMC MP

দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনার একবছর পর TMC সাংসদদের সমন! প্রতিহিংসার রাজনীতি?

আগামী ৩০ এপ্রিল এই মামলার শুনানিতে তাঁদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের নোটিসে।
Published By: Sucheta SenguptaPosted: 04:31 PM Apr 22, 2025Updated: 04:35 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের এপ্রিল মাসে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধরনায় বসেছিল তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল। ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ-সহ ১০ জন ছিলেন সেই দলে। একবছর পর সেই ঘটনায় নিয়মভঙ্গের অভিযোগে সাংসদদের সমন পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। আগামী ৩০ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। ওইদিন তাঁদের সকলকে সশরীরে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে আদালতের নোটিসে। একবছর পর এভাবে দিল্লির আদালত থেকে তৃণমূল সাংসদদের সমন পাঠানোর বিষয়টি পরোক্ষে কেন্দ্রের 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

ঘটনা ঠিক কী ঘটেছিল? গত লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে অন্যায়ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে কেন্দ্র, এই অভিযোগে বারবার সরব হতে শোনা গিয়েছিল তৃণমূল নেতাদের। ইডি, সিবিআইয়ের অতিসক্রিয়তার অভিযোগও তোলা হয়। এর প্রতিবাদস্বরূপ লোকসভা ভোটের মাঝে একবার দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অবস্থানে বসেছিলেন ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলে, দোলা সেন, অর্পিতা ঘোষ, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, আবীররঞ্জন চট্টোপাধ্যায়-সহ ১০ জন। পুলিশের অভিযোগ, ওই সময় ওখানে ধরনার অনুমতি ছিল না। আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা না মেনেই তৃণমূল সাংসদরা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে জমায়েত করেছিলেন।

সেই কারণে সোমবার এই ১০ জনকে সমন পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। ৩০ এপ্রিল এই মামলার শুনানিতে সকলকে সশরীরে হাজিরা দিতে হবে। এনিয়ে মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ শোনা দেল তাঁর গলায়। তিনি বলেন, ''সেই গত বছর দিল্লিতে একটা কর্মসূচি করেছিলেন আমাদের সাংসদরা। এই তো খবর পেলাম, তাঁদের নাকি এখন সমন পাঠিয়েছে আদালত। এসবই করছে কেন্দ্রের সরকার।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূলের ১০ সাংসদকে সমন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের।
  • ২০২৪ সালে নির্বাচন কমিশনের সামনে ধরনার ঘটনায় এই সমন।
  • আগামী ৩০ এপ্রিল এই মামলার শুনানি, তাঁদের সশরীরে হাজিরা দিতে হবে।
Advertisement