সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর বাতাস ‘ভয়ানক’। সোমবার সকালেও দিল্লিতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪৫০-এর উপরে। এর জেরে এখনও পর্যন্ত ৬৬টি উড়ান এবং ৬০টি ট্রেন বাতিল হয়েছে। দেরিতে উড়েছে ৪০০টি উড়ান। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লিওনেল মেসির বিমানও। অন্যদিকে ঘন কুয়াশার জেরে সোমবার সকালে দিল্লি-মুম্বই জাতীয় সড়কে পর পর কুড়িটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দুর্ঘটনার ভিডিও।
পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৫টা নগাদ দিল্লি-মুম্বই জাতীয় সড়কে পরপর কুড়িটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে দুই পুলিশকর্মী-সহ ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ২০ জন। দুর্ঘটনার সময় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে গিয়েছিল। দু'টি ওভারলোড ডাম্পারের মধ্যে সংঘর্ষ দিয়ে শুরু হয় ধারাবাহিক দুর্ঘটনা। দু'টি ট্রাক উলটে যায়। সব মিলিয়ে ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
দূষণ মোকাবিলার জন্য সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি জারি রয়েছে। তার পরেও অবশ্য রাজধানীর বাতাসের গুণমানের উন্নতি হচ্ছে না। এদিন সকালে অশোক বিহারে সর্বোচ্চ ৫০০ একিউআই ছিল। সোমবার সকালে আনন্দ বিহার এবং অক্ষরধাম মন্দির এলাকায় একিউআই ছিল ৪৯৩। 'ভয়ংকর' অবস্থা দোয়ারকাতেও, সেখানে সকালে একিউআই ছিল ৪৬৯। কুয়াশার চাদরের বিষয়ে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবনও।
অন্যদিকে দুর্ঘটনা এড়াতে দিল্লিবাসীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি রাস্তায় নামতে বারণ করা হয়েছে। একান্তই বেরোতে হলে ধীর গতি গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এত করেও অবশ্য দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। উল্লেখ্য, সোমবার বিকেলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে লিয়োনেল মেসির। মনে করা হচ্ছে, কুয়াশার কারণে মুম্বই থেকে মেসির বিমান দেরিতে ছাড়ছে। সেই কারণে অনুষ্ঠানের সময় পিছোতে পারে।
