shono
Advertisement
Delhi Elections

দিল্লিতে কেজরির হয়ে প্রচার 'পরম মিত্র' অখিলেশের, কংগ্রেসকে একঘরে করে আপের পাশে 'ইন্ডিয়া'

'একটা ভোটও যেন নষ্ট না হয়', নাম না করে কংগ্রেসকে নিশানা সপা সুপ্রিমোর।
Published By: Subhajit MandalPosted: 01:59 PM Jan 31, 2025Updated: 01:59 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে কংগ্রেস যে একঘরে, সেটা আরও একবার স্পষ্ট করে দিল সমাজবাদী পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তিনি শুধু আম আদমি পার্টির হয়ে প্রচার করলেন, তাই নয়। একই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে বলে গেলেন, 'একটা ভোটও যেন নষ্ট না হয়। বিজেপিকে হারাতে একজোট হয়ে ভোট দিতে হবে আপকেই।'

Advertisement

বৃহস্পতিবার অখিলেশ-সহ সমাজবাদী পার্টির একাধিক সাংসদ দিল্লি বিধানসভায় আপের সমর্থনে প্রচার করেছেন। তাৎপর্যপূর্ণভাবে যে সংখ্যালঘু এলাকাগুলিতে কংগ্রেস এবার আপের ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছে, সেই সংখ্যালঘু এলাকাগুলিতে সপার সংখ্যালঘু সাংসদরাই প্রচারে গিয়েছেন। সপা নেতারা ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন, দিল্লিতে বিজেপিকে হারাতে পারে আপই। তাই ভোট নষ্ট না করে সবাই আপকে সমর্থন করুন।

দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা যে আপকেই সমর্থন করবে, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এরাজ্যের শাসকদল তৃণমূলের তরফে অঘোষিতভাবে দিল্লিতে আপকে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। অখিলেশ খোলাখুলিভাবেই আপের হয়ে প্রচার করলেন। আবার এনসিপি শরদ পওয়ার, আরজেডি, উদ্ধব সেনাও প্রকাশ্যে আপকে সমর্থনের বার্তা দিয়েছে। সব মিলিয়ে দিল্লির ভোটে স্পষ্ট, কংগ্রেসের পাশে কেউ নেই। গোটা ইন্ডিয়া জোট এখন 'আঞ্চলিক শক্তি' আপের পাশে।

আসলে দিল্লিতে এবারের ভোটে আপকে হারাতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস। বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলিতে প্রচারে জোর দিচ্ছেন রাহুল গান্ধীরা। যা আপের জন্য অশনিসংকেত হতে পারে। সেটা বুঝতে পেরেই সম্ভবত ইন্ডিয়া জোটের অন্য শরিকদের দিল্লিতে এনে কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করছেন কেজরিওয়াল। কংগ্রেস সূত্র অবশ্য বলছে, দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিকদের প্রচারে আসার বাড়তি কোনও তাৎপর্য নেই। অন্য দলগুলি শুধু আপ শক্তিশালী বলেই কেজরির হয়ে প্রচারে আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে কংগ্রেস যে একঘরে, সেটা আরও একবার স্পষ্ট করে দিল সমাজবাদী পার্টি।
  • দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তিনি শুধু আম আদমি পার্টির হয়ে প্রচার করলেন, তাই নয়। একই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে বলে গেলেন, 'একটা ভোটও যেন নষ্ট না হয়।'
  • অখিলেশ-সহ সমাজবাদী পার্টির একাধিক সাংসদ দিল্লি বিধানসভায় আপের সমর্থনে প্রচার করেছেন।
Advertisement