সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি সত্যিই মরণোত্তর ভারতরত্ন সম্মান পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং? দাবি জোরাল হচ্ছে। চাপ বাড়ছে মোদি সরকারের উপর। এমনকী তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেসের আনা প্রস্তাবকে সমর্থন করতে বাধ্য হল বিজেপিও।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বছরের শুরুতেই মনমোহনকে ভারতরত্ন দেওয়ার দাবিতে তেলেঙ্গানা বিধানসভায় একটি প্রস্তাব পেশ করছেন। ওই প্রস্তাব পাশও হয়ে গিয়েছে সর্বসম্মতিক্রমে। এমনকী বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি এবং বিজেপিও ওই প্রস্তাবকে সমর্থন করেছে। আসলে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানার জন্মের পিছনে বড় অবদান ছিল মনমোহন সিংয়ের। তাই তাঁর অবদানের স্বীকৃতির দাবিকে অস্বীকার করা তেলেঙ্গানার বিজেপি নেতাদের পক্ষেও সম্ভব নয়।
তেলেঙ্গানায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হওয়ায় স্বাভাবিকভাবেই মনমোহনকে ভারতরত্ন দেওয়ার দাবি জোরাল হচ্ছে। ইতিমধ্যেই দিল্লির শাসকদল 'আপ' ওই দাবিতে সরব হয়েছে। ‘ভারতরত্ন’ সম্মান পাওয়ার সবরকম যোগ্যতা ছিল মনমোহন সিংয়ের। বক্তব্য আপের। শুধু আপ নয়, একাধিক শিখ সংগঠন ইতিমধ্যেই ওই দাবিতে সরব হয়েছে। এবার কংগ্রেসের তেলেঙ্গানা সরকার বিধানসভায় প্রস্তাব পাশ করানোয় আরও জোরাল হল সেই দাবি। তাছাড়া স্থানীয় বিজেপি নেতৃত্ব যেভাবে ওই প্রস্তাবকে সমর্থন করেছে, সেটা আরও চাপ বাড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর।
যদিও পালটা কংগ্রেসকে তোপ দাগছে বিজেপি। গেরুয়া শিবির বলছে, কংগ্রেসের তরফে মনমোহনকে ভারতরত্ন ঘোষণার দাবি তোলার আগে সনিয়া গান্ধীকে ক্ষমা চাইতে হবে। বিজেপির দাবি, ২০১৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রের ইউপিএ সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহনকে ভারতরত্ন ঘোষণা করা হোক। কিন্তু সোনিয়া গান্ধী প্রণবের সেই প্রস্তাবের কোনও জবাব দেননি। সেটা দেওয়া হলে প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারতরত্ন হতে পারতেন মনমোহন।