সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কোদাইকানালে একটি গাড়ির ভিতর থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ওই তরুণ চিকিৎসক দেনায় জড়িয়ে পড়েছিলেন। সেই অবসাদ থেকেই গাড়ির মধ্যে নিজেকে বন্দি করে শরীরে IV ফ্লুইড ঢেলে আত্মহত্যা করেন বলে অনুমান করছে পুলিশ। যদিও মৃত্যুর কারণ নিয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
মৃত চিকিৎসকের নাম জশুয়া সামরাজ। বয়স ২৯ বছর। তিনি এমডি (ডক্টর অফ মেডিসিন) করছিলেন। একইসঙ্গে মাদুরাইয়ের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। এদিকে কোদাইকানালের পুম্পারাইয়ের কাছে একটি জঙ্গলে তিনদিন ধরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে তরুণ চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে।
এদিকে ওই গাড়ি থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নোটে পরিবারের সকলের কাছে ক্ষমা চেয়েছেন তরুণ চিকিৎসক। তাছাড়া নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। নির্দিষ্ট কোনও কারণেরও উল্লেখ করেননি।
জানা গিয়েছে, ওই তরুণ চিকিৎসক দেনার দায়ে জড়িয়ে পড়েছিলেন। এদিকে একটি অনলাইন গেমিংয়ের ফাঁদে পড়ে বেশ কিছু টাকা হারিয়েছিলেন। তারপর থেকেই মানসিক অবসাদে চলে যান তরুণ চিকিৎসক। তাছাড়া সম্পর্কের টানাপোড়েনের মধ্য ছিলেন বলেও খবর ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের তরফে এসব দাবি নস্যাৎ করা হয়েছে। পুলিশের দাবি, মৃতের পরিবার বা সুইসাইড নোট থেকে এমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
