shono
Advertisement

মহুয়ার দাবি ‘এক্তিয়ার নেই’, সত্যিই কি সাংসদ পদ খারিজের সুপারিশ করতে পারে এথিক্স কমিটি?

কী বলছে বিশেষজ্ঞ মহল?
Posted: 08:31 PM Nov 10, 2023Updated: 08:33 PM Nov 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে সংসদে আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে বিদ্ধ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে সংসদের এথিক্স কমিটি। তা নিয়ে শোরগোল। বিরোধী দলগুলি তাঁর পাশে দাঁড়িয়ে এথিক্স কমিটির (Ethics Commitee) কার্যপদ্ধতি নিয়ে সমালোচনা করেছে। বিতর্কের মাঝে শুক্রবার সংবাদমাধ্যমে মুখ খোলেন মহুয়া। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এথিক্স কমিটি কোনও সাংসদের পদ খারিজের সুপারিশে সিলমোহর দিতে পারে না। সেই এক্তিয়ার নেই। বড়জোর সাসপেনশনের প্রস্তাব দিতে পারে। তাঁর এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে এথিক্স কমিটির কাজের পরিধি নিয়ে। সত্যিই কি সাংসদ পদ খারিজের সুপারিশ করতে পারে এথিক্স কমিটি?

Advertisement

এ বিষয়ে বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) তাঁর নিজস্ব বক্তব্য জানিয়েছেন। ‘সংবাদ প্রতিদিন’-এর তরফে তাঁর মতামত জানার জন্য যোগাযোগ করা হলে তিনি এর ব্যাখ্যা দেন। জানান, ”সংসদের এথিক্স কমিটি বরখাস্ত করার সুপারিশ করতে পারে। তবে বহিষ্কার করতে পারে না। কারও সাংসদ পদ খারিজ করতে হলে সেই সুপারিশ নিয়ে লোকসভায় ভোটাভুটি করাতে হবে সদস্যদের মধ্যে। যদি অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে যথাযথ তথ্য-প্রমাণ পাওয়া গেলে লোকসভার স্পিকার (Speaker) তাঁর প্রিরোগেটিভ পাওয়ার ব্যবহার করে সাংসদ পদ খারিজ করতে পারেন।”

[আরও পড়ুন: ‘আগুন নিয়ে খেলছেন’, বিল আটকে রাখায় পাঞ্জাবের রাজ্যপালকে ‘ধমক’ সুপ্রিম কোর্টের]

মহুয়া মৈত্র এদিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এথিক্স কমিটির কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, ”এথিক্স কমিটির চেয়ারম্যান কারও কথা শোনেননি। উলটে তিনি বলেন, ‘যাঁরা এই প্রস্তাবের পক্ষে, তাঁরা হাত তুলুন’ – এই বলে নিজেই হাত তুলে দিলেন।” বিষয়টিকে হাস্যস্পদ বলে উল্লেখ করেন মহুয়া। এর পরই তাঁর স্পষ্ট বক্তব্য, ”আমার সাংসদ পদ খারিজ করার এক্তিয়ার নেই এথিক্স কমিটির। বড়জোর প্রস্তাব দিতে পারে। লোকসভা অধিবেশন শুরু হলে সেখানে ভোটাভুটি হবে। বিজেপি তো ওখানে সংখ্যাগুরু। ওরাই ভোটে জিতবে। তবে আমার পদ বাতিল করলেও আমি পরেরবার ফিরব দ্বিগুণ ভোটে জিতে।”

[আরও পড়ুন: ‘কৃষ্ণনগর থেকেই দাঁড়াব’, সোশাল মিডিয়ায় হুঙ্কার মহুয়ার, টিকিট পাবেন তো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement