shono
Advertisement
Mohan Yadav

ধর্মীয় শহর মুলতাইয়ের নাম বদলে ‘মূলতাপ্তি’, ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন যাদবের

বেতুলে মেডিকেল কলেজ ও আদিবাসী মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।
Published By: Hemant MaithilPosted: 05:08 PM Dec 24, 2025Updated: 06:31 PM Dec 24, 2025

হেমন্ত মৈথিল, ভোপাল: মধ্যপ্রদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হল। বেতুল জেলার বিখ্যাত ধর্মীয় শহর ‘মুলতাই’-এর নাম পরিবর্তন করে ‘মূলতাপ্তি’ রাখার ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। সোমবার এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তাপ্তি নদীর উৎপত্তিস্থল হিসেবে এই শহরের প্রাচীন নাম ছিল মূলতাপ্তি। সেই নাম আবারও ফিরিয়ে আনা হচ্ছে।

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, ‘মূলতাপ্তি’ শব্দটির অর্থ হল তাপ্তি নদীর মূল বা উৎস। স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর দেশমুখের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এই পবিত্র ভূমির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় আরও সুদৃঢ় হবে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শহরজুড়ে আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে।

নাম পরিবর্তনের পাশাপাশি মুখ্যমন্ত্রী বেতুল জেলার জন্য আরও দুটি বড় উপহার দিয়েছেন। প্রথমত, বেতুলে একটি বিশাল ‘আদিবাসী মিউজিয়াম’ তৈরি করা হবে। এর মাধ্যমে এই অঞ্চলের সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, জেলায় একটি নতুন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজটি তৈরি হলে এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আসবে। প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপগুলি ধর্মীয় পর্যটন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানেও গতি আনবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেতুল জেলার বিখ্যাত ধর্মীয় শহর ‘মুলতাই’-এর নাম পরিবর্তন করে ‘মূলতাপ্তি’ রাখার ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব।
  • স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর দেশমুখের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত ছিলেন।
Advertisement