shono
Advertisement

চোখের নিমেষে ৩০ কিলোমিটার পথ পাড়ি, রোগীর কাছে রক্ত পৌঁছল ড্রোনে

স্বাস্থ্য পরিষেবার মোড় ঘুরিয়ে দিতে পারে এই পরীক্ষা, দাবি চিকিৎসকদের৷ The post চোখের নিমেষে ৩০ কিলোমিটার পথ পাড়ি, রোগীর কাছে রক্ত পৌঁছল ড্রোনে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 PM Jun 08, 2019Updated: 06:44 PM Jun 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্চর্য হলেও এটাই সত্যি৷ অদূর ভবিষ্যতে হয়তো এমনটাই হবে৷ অর্থাৎ, জরুরি ভিত্তিতে মুহূর্তের মধ্যে রক্ত পৌঁছে যাবে রোগীর কাছে৷ কীভাবে? শুক্রবার সেই পদ্ধতিরই সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে উত্তরাখণ্ডে৷ সেখানে নন্দগাও জেলার একটি হাসপাতাল থেকে ড্রোনের মাধ্যমে রক্ত পৌঁছে গিয়েছে তেহরির একটি স্বাস্থ্যকেন্দ্রে৷ চিকিৎসকরা জানিয়েছেন, আগামী দিনে এই ব্যবস্থাই মোড় ঘুরিয়ে দিতে পারে ভারতের স্বাস্থ্য পরিষেবার৷

Advertisement

[ আরও পড়ুন: নিজের সন্তানকেই ধর্ষণ! আলিগড় শিশুহত্যায় ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ]

স্থানীয় সূত্রে খবর, ওই ৩০ কিলোমিটার রাস্তা সড়কপথে অতিক্রম করতে সময় লাগে ৬০ থেকে ৮০ মিনিট৷ কিন্তু ড্রোনের মাধ্যমে ওই পথই অতিক্রম করা গিয়েছে মাত্র ১৮ মিনিট৷ ওই সময়ে মধ্যেই রোগীর কাছে পৌঁছে গিয়েছে জীবনদায়ী রক্ত৷ চিকিৎসকরা জানিয়েছেন, উত্তরাখণ্ডের ওই জেলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকদিন ধরেই টেলি মেডিক্যাল প্রজেক্টের পরীক্ষা চলছে৷ সেই প্রজেক্টের অংশ হিসাবেই শুক্রবার ড্রোনের মাধ্যমে রক্ত পৌঁছে দেওয়ার পরীক্ষা করা হয়েছে৷ যা সফল হয়েছে৷ এবং এই সফল পরীক্ষার পর তেহরি জেলার আরও এমন ধরনের পরীক্ষা চালাবেন বিশেষজ্ঞরা৷

[আরও পড়ুন: বায়ুসেনার নিখোঁজ বিমানের সন্ধানে এবার ভরসা ‘শিকারি’]

জানা গিয়েছে, সিডিস্পেস রোবোটিক লিমিটেড নামে আইআইটি প্রাক্তনীদের একটি সংস্থা এই ড্রোনটি নির্মাণ করেছে৷ এবং তাঁদের তত্ত্বাবধানেই এই পরীক্ষা চলেছে৷ সূত্রের খবর, ব্যাটারিচালিত এই ড্রোনটি একসঙ্গে ৫০০ গ্রাম ওজনের পণ্য নিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম৷

The post চোখের নিমেষে ৩০ কিলোমিটার পথ পাড়ি, রোগীর কাছে রক্ত পৌঁছল ড্রোনে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement