জম্মু ও কাশ্মীরের আকাশে ফের দেখা মিলল রহস্যময় ড্রোনের। সূত্রের দাবি, সেগুলি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে। এই নিয়ে এক সপ্তাহে চতুর্থবার উপত্যকার আকাশে দেখা মিলল পাক ড্রোনের। ভারতকে রক্তাক্ত করতে এবার কি তাহলে বড়সড় নাশকতার ছক কষছে মদতপুষ্ট জঙ্গিরা? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সামবা জেলার রামগড় সেক্টরের দু’টি জায়গায় রহস্যজনক ড্রোনের দেখা মেলে। সেনা ক্যাম্পের কাছে সেগুলি পাক খাচ্ছিল বলে খবর। কিন্তু ড্রোনগুলিকে ধ্বংস করা যায়নি। কিছু সময় পর সেগুলি পুনরায় সীমান্তের ওপারে ফিরে যায়। এক সপ্তাহে এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। সম্প্রতি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছিলেন, নিয়ন্ত্রণরেখায় ড্রোন ওড়ানো নিয়ে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরও থামার লক্ষণ নেই।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং তার প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে টানাপড়েন চরমে। এই আবহেও ধারাবাহিক ভাবে ভারতে পাক ড্রোন পাঠিয়ে চলেছে পাকিস্তান। গত ৯ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে অন্তত ১২ বার হানা দিয়েছে পাক ড্রোন। তা থেকেই অনেকের আশঙ্কা, তবে কি জম্মু-কাশ্মীরে আবার বড়সড় হামলার পরিকল্পনা করা হচ্ছে? না কি পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে?
