shono
Advertisement
Indian Railways

থাকবে না RAC! এবার অমৃত ভারত, বন্দে ভারতে স্রেফ কনফার্ম টিকিটেই করা যাবে সফর

সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসেও বদলাচ্ছে নিয়ম। জানা গিয়েছে, দুই ক্ষেত্রেই RAC-র কোনও সমস্যা থাকবে না।
Published By: Biswadip DeyPosted: 11:04 AM Jan 18, 2026Updated: 02:45 PM Jan 18, 2026

সম্পূর্ণ নতুন অমৃত ভারত ২ এক্সপ্রেস চালু হতে চলেছে। রেলওয়ে বোর্ড কর্তৃক জারি করা এক সাম্প্রতিক বিজ্ঞপ্তি জানাচ্ছে, এই নতুন ট্রেনগুলির ভাড়ার কাঠামো এবং বুকিংয়ের নিয়ম আগের অমৃত ভারত ট্রেনগুলির থেকে কিছুটা আলাদা হবে। এদিকে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসেও বদলাচ্ছে নিয়ম। জানা গিয়েছে, দুই ক্ষেত্রেই RAC-র কোনও সমস্যা থাকবে না। যাত্রীরা কেবল নিশ্চিত টিকিটই পাবেন।

Advertisement

বন্দে ভারত স্লিপারটিতে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা ভেবে বিশেষ ডিজাইন করা হয়েছে। রয়েছে সুগঠিত বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কম শব্দের সাসপেনশন, একটি আধুনিক ড্রাইভার কেবিন এবং একটি অ্যারোডাইনামিক বডি। এতে একটি প্রতিরক্ষামূলক আর্মার সিস্টেম, জরুরি টক-ব্যাক সুবিধা এবং উন্নত শৌচাগারের ব্যবস্থাও থাকবে। সামগ্রিক ভাবে এই ট্রেনটি যাত্রীদের জন্য চমৎকার অভিজ্ঞতা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে বন্দে ভারত স্লিপারের ভাড়া নিয়মিত ট্রেনের তুলনায় কিছুটা বেশি। ৩ এসির ভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ২.৪০ টাকা। ২ এসির ভাড়া প্রতি কিলোমিটারে ৩.১০ টাকা এবং ১ এসির ভাড়া প্রতি কিলোমিটারে ৩.৮০ টাকা। এসি ক্লাসের জন্যও জিএসটি প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।

বন্দে ভারত স্লিপারটিতে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা ভেবে বিশেষ ডিজাইন করা হয়েছে। রয়েছে সুগঠিত বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কম শব্দের সাসপেনশন, একটি আধুনিক ড্রাইভার কেবিন এবং একটি অ্যারোডাইনামিক বডি।

এদিকে নতুন নিয়ম অনুযায়ী, অমৃত ভারতে মূল ভাড়া অপরিবর্তিত থাকলেও, ন্যূনতম দূরত্বের নিয়মগুলিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, স্লিপার ক্লাসের জন্য ন্যূনতম ২০০ কিলোমিটারের ভাড়া দিতে হবে ১৪৯ টাকা। দ্বিতীয় শ্রেণির জন্য ন্যূনতম ভাড়া ৩৬ টাকা। এই ট্রেনের স্লিপার ক্লাসে শুধুমাত্র তিনটি সংরক্ষণের সুযোগই থাকবে। মহিলা, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং প্রবীণ নাগরিক। অন্য কোনও সংরক্ষণ প্রযোজ্য হবে না। রেলওয়ে বোর্ড প্রবীণ নাগরিক এবং শিশুদের সঙ্গে ভ্রমণকারীদের জন্য লোয়ার বার্থের ব্যবস্থা চালু করেছে। ৬০ বছর বা তার বেশি বয়সি পুরুষ এবং ৪৫ বছর বা তার বেশি বয়সি মহিলাদের লোয়ার বার্থ বরাদ্দ করার চেষ্টা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement