shono
Advertisement
Delhi

মধ্যরাতে মদ্যপ চালকের তাণ্ডব! দিল্লিতে ৫ ফুটপাথবাসীকে পিষে দিল বেপরোয়া গাড়ি

গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 09:49 AM Jul 13, 2025Updated: 09:58 AM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে মদ্যপ চালকের তাণ্ডব। রাস্তার ধারে ঘুমন্ত ফুটপাথবাসীদের পিষে দিল বেপরোয়া গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে দিল্লির বসন্ত বিহার এলাকায় একটি ফুটপাথে পাঁচ জন ঘুমাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি ফুটপাথে উঠে যায় এবং পর পর পাঁচ জনকে পিষে দেয়। বিকট শব্দ এবং আর্তনাদ শুনে ছুটে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাতে নাতে ধরে ফেলেন চালককে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পরই চালককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম উৎসব শেখর। বয়স ৪০ বছর। তাঁর মেডিক্যাল রিপোর্ট থেকে জানা গিয়েছে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশকর্তারা জানিয়েছে, চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে মদ্যপ চালকের তাণ্ডব।
  • রাস্তার ধারে ঘুমন্ত ফুটপাথবাসীদের পিষে দিল বেপরোয়া গাড়ি।
  • ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন।
Advertisement