সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। কম্পনের প্রভাব অনুভূত হল রাজধানী দিল্লিতেও (Delhi)। রবিবার ভোররাতেই ভূমিকম্প হয়েছে। জানা গিয়েছে, হরিয়ানার ঝজ্জরে ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৩.৮ মাত্রায় কেঁপে ওঠে সমস্ত এলাকা। কম্পনের প্রভাব পড়ে দিল্লিতেও। ভূমিকম্পের (Delhi Earthquake) ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে এই ভূমিকম্পের খবর জানানো হয়েছে। “হরিয়ানার (Haryana) ঝজ্জর থেকে ১২ কিলোমিটার উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। নতুন বছরের প্রথম দিনে রাত সোয়া একটা নাগাদ কেঁপে ওঠে গোটা এলাকা। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৮”, জানিয়েছে সংস্থাটি।
[আরও পড়ুন: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একগুচ্ছ কর্মসূচি, সোমবার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক মমতার]
তবে বছরের শুরুতেই ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ওই অঞ্চলে আফটার শকের প্রভাব অনুভূত হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানায়নি সেন্টার ফর সেসমোলজি। নতুন বছরের প্রথম দিনে ভূমিকম্প হলেও তার তীব্রতা তুলনামূলক কম ছিল। কিন্তু এই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই কম্পন সংঘটিত হচ্ছে, যা চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের।
২০২২ সালের নভেম্বর মাসে তিনবার কম মাত্রার ভূমিকম্প হয়েছে দিল্লি সংলগ্ন অঞ্চলে। ২৯ নভেম্বর দিল্লি-এনসিআর অঞ্চলে রিখটার স্কেলে ২.৫ মাত্রায় কম্পন ধরা পড়েছিল। তার আগে ১২ নভেম্বরও কেঁপে উঠেছিল উত্তরাখণ্ড ও দিল্লির একাধিক অঞ্চল। ৯ নভেম্বর ৬.৩ রিখটার স্কেলে ভূমিকম্প হয় উত্তর ভারতের সাতটি রাজ্যে। প্রভাব পড়েছিল প্রতিবেশী রাজ্য নেপালেও।