shono
Advertisement

৯ বার এড়িয়েছেন তলব, এবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতেও হানা ইডির

সোমবার সকাল থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, চলছে জিজ্ঞাসাবাদও। এদিনই ইডির দপ্তরে হাজিরা দিতে তলব করা হয়েছিল হেমন্তকে। কিন্তু সেই নোটিসের জবাব দেননি তিনি।
Posted: 10:42 AM Jan 29, 2024Updated: 11:52 AM Jan 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বাড়িতে ইডি। সোমবার সকালেই হেমন্তের দিল্লির বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। জমি দুর্নীতির সঙ্গে জড়িত তহবিল তছরুপের মামলায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, এর আগে ৯বার ইডির (ED) তলব পেয়েও তা এড়িয়ে গিয়েছেন হেমন্ত। দশমবারের তলবেও কোনও জবাব দেননি। এহেন পরিস্থিতিতে তাঁর বাড়িতেই পৌঁছে গেল ইডি। 

Advertisement

[আরও পড়ুন: দুই বিচারপতির সংঘাতে কলকাতা হাই কোর্ট থেকে মেডিক্যাল মামলা সরল শীর্ষ আদালতে]

এই মামলায় এর আগে ৯ বার হেমন্তকে সমন পাঠিয়েছে ইডি। প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন। ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রীর মতে, তাঁর সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র। সেই জন্যই বারবার ইডিকে ব্যবহার করা হচ্ছে। এই যুক্তি দেখিয়েই টানা ৯ বার সমন এড়িয়েছেন হেমন্ত। গত ২৭ জানুয়ারি তাঁকে দশমবার সমন পাঠায় ইডি। সোমবার অথবা বুধবার তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সেই সমনের কোনও জবাব দেননি হেমন্ত।

তার পরেই সোমবার সকালে হেমন্তের দিল্লির (Delhi) বাসভবনে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবন। সূত্রের খবর, তহবিল তছরুপের মামলায় জেরা করা হতে পারে হেমন্তকে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি এই মামলায় প্রথমবারের জন্য হেমন্তের বয়ান রেকর্ড করা হয়। কিন্তু সেদিনের জেরায় সন্তুষ্ট হতে পারেনি ইডি। সেই জন্যই ফের তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়।

[আরও পড়ুন: Oyoতে ডেকে মতের অমিল, গুলি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিকাকে খুন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement