shono
Advertisement

রাজস্থানের ভোট এগিয়ে আসতেই বাড়ছে ইডি সক্রিয়তা, এবার তল্লাশি ২৫ জায়গায়

তল্লাশি চলছে দুর্নীতিতে অভিযুক্ত এক আইএএস আধিকারিকের বাড়িতে।
Posted: 10:29 AM Nov 03, 2023Updated: 10:29 AM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী রাজস্থানে (Rajsthan) ফের সক্রিয় ইডি (ED)। শুক্রবার সকাল থেকেই রাজ্যের ২৫টি এলাকায় তল্লাশি শুরু করেছে তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছে এক আইএএস আধিকারিকের বাড়িও। জানা গিয়েছে, রাজস্থানের জল জীবন মিশন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ওই আধিকারিক। এছাড়াও আর্থিক তছরুপের অভিযোগে জড়িতদের বাড়িতেও তল্লাশি চালচ্ছে ইডি। ভোটের আগেই ইডির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।

Advertisement

শুক্রবার সকাল থেকে রাজস্থানের নানা জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। রাজধানী জয়পুরের ২৫টি এলাকা ছাড়াও তল্লাশি চলছে দৌসাতে। জানা গিয়েছে, সুবোধ আগরওয়াল নামে এক সরকারি আধিকারিকের বাড়িতে হানা দিয়েছে ইডি। আর্থিক তছরুপের অভিযোগেও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চলছে। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাস থেকে এই অভিযোগের তদন্তে একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি। 

[আরও পড়ুন: করবা চৌথেও বাপের বাড়ি থেকে ফেরেননি স্ত্রী, হতাশায় আত্মঘাতী স্বামী]

কয়েকদিন আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর পুত্রকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি হয় রাজস্থানের কংগ্রেস সভাপতির বাড়িতেও। বিজেপির ইশারাতেই এই তৎপরতা ইডির, এমন অভিযোগ এনেছিলেন গেহলট। বিজেপিকে তোপ দেগেছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তার কয়েকদিন পরেই রাজস্থানে ফের কাজে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, বৃহস্পতিবারই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজস্থানের দুই ইডি আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির উচ্চপদস্থ আধিকারিক নাভাল কিশোর মিনা এবং তাঁর সহযোগী বাবুলাল মিনার বিরুদ্ধে। একটি চিটফান্ডের মামলার তদন্ত বন্ধ করার বিনিময়ে দুই ইডি আধিকারিক ১৫ লক্ষ টাকা ঘুষ নেন বলে অভিযোগ। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় তাঁদের।

[আরও পড়ুন: ‘এই কথাটা বারবার বলবেন না’, আইনজীবীকে অর্ধেক বেতন দিতে চাইলেন বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement