shono
Advertisement
Election Commission of India

সোমে দিল্লিতে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের, বঙ্গে এসআইআরের দিন ঘোষণা?

বাংলা ছাড়াও ভোটমুখী একাধিক রাজ্যে এসআইআরের দিন ঘোষণা হতে পারে বলে অনুমান।
Published By: Sucheta SenguptaPosted: 06:11 PM Oct 26, 2025Updated: 08:47 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস পেরলে বাংলায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছিল। সোমবারই কি সেই দিনক্ষণ ঘোষণা হবে? সেই জল্পনা উসকে দিল জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। অনুমান, সেই বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে এসআইআরের নির্দিষ্ট সূচি।

Advertisement

দিন দুই আগেই দিল্লির নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ১ নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। ২০২৬ সালে বাংলা-সহ আরও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন। আগামী সপ্তাহের শুরুতেই তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে বলেও শোনা গিয়েছিল। তারই মধ্যে রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানাল, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক হবে। আর তাতেই জল্পনা উসকে উঠল, তবে কি সোমবারই এসআইআরের দিনক্ষণ ঘোষণা হবে?

যদি সোমেই বাংলা-সহ অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি-সহ ১০ রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়, তারপর সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়ার কথা কমিশনের। যা রাজ্যস্তরের পাশাপাশি হবে জেলাস্তরেও। জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্যস্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, তেমনই জেলাস্তরেও জেলাশাসকদের করতে হবে এই ধরনের বৈঠক। দুই স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে। এর জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও। এসআইআরের প্রস্তুতি নিয়ে  বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, “এসআইআরের লক্ষ্যই হল ভোটার তালিকা পরিষ্কার রাখা।” সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ''ভোটার তালিকায় লক্ষ লক্ষ মৃত ও অন্যত্র চলে যাওয়াদের নাম রয়েছে। এবার স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হোক। কিন্তু নাম বাদ দিতে গিয়ে একজনও বৈধ নাগরিক যেন বঞ্চিত না হয়।'' রাজনৈতিক মহলের মতে, “এটি আসলে ভোটের আগে নির্বাচনী সমীকরণ বদলের ছক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের।
  • বাংলা-সহ ১০ রাজ্যে এসআইআরের দিনক্ষণ ঘোষণা? তুঙ্গে জল্পনা।
Advertisement