শান্তনু কর, জলপাইগুড়ি: পারিবারিক জমি বিবাদ। সেই বিবাদের জেরে খুন হন ধূপগুড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল। তাঁকে খুনের দায়ে আজ, শুক্রবার এক মহিলা-সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জলপাইগুড়ি (Jalpaiguri) অতিরিক্ত জেলা আদালত। সঙ্গে ১ জনকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।
সালটা ২০২২। ১৪ মে ধুপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল খুন হন। জমি বিবাদকে কেন্দ্র করে তাঁকে পিটিয়ে খুন করা হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোবিন্দের। বাসন্তী সরকার, নিখিল সরকার, বুদ্ধেশ্বর মণ্ডল, বিশ্বনাথ সরকার ও শম্ভু মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে তারা বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে গোবিন্দবাবুকে।
তিন বছরের বেশি সময় মামলা চলে। পুলিশ বাসন্তীদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। মামলায় বারো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। একাধিক প্রমাণ দেওয়া হয়। মামলাকারী ও বিরোধীপক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক বাসন্তী সরকার, নিখিল সরকার, বুদ্ধেশ্বর মণ্ডল, বিশ্বনাথ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শম্ভু মণ্ডলকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব জানিয়েছেন, তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বিচারক অভিযুক্তদের দোষী সাবস্ত্য করেন। এদিন এক মহিলা-সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে নির্দেশ দিয়েছে আদালত।
