সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই বিয়ের মরশুম। তবে নিমন্ত্রণের কথা শুনলে অনেকেই পোশাক নিয়ে চিন্তায় পড়ে যান, বিশেষ করে মহিলারা। কীভাবে সাজবেন? সেই পোশাকের সঙ্গে শাল-চাদর কিংবা সোয়েটার মানাবে কিনা? হাজারও প্রশ্ন মনে উঁকি দেয়। কিন্তু বিয়েবাড়ির পোশাকই যদি এরকম হয়, যেখানে চাদর বা শাল কিছুই নিতে হবে না। বরং পোশাকের নকশাতেই হার মানবে শীত, তাহলে যে মন্দ হয় না, তা বলাই বাহুল্য। সম্প্রতি সেরকমই এক পোশাকে বিয়েবাড়িতে তাক লাগালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
অভিনেত্রী বরাবরই নিজের সাজপোশাকের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যের কথা তুলে ধরেন। এবার বিয়েবাড়ির সাজপোশাকের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সম্প্রতি লাদাখের 'গোঞ্চা' নামক এক পোশাক পরে আত্মীয়ের বিয়েতে হাজির হয়েছিলেন কঙ্গনা। যে রংবাহারি পোশাক আপাতত ফ্যাশনিস্তাদের চর্চায়। জানা গেল, লাদাখের এই ঐতিহ্যবাহী পোশাক কোস বা সুলেমান নামেও পরিচিত। আসলে লাদাখের রুক্ষ্ম আবহাওয়ার কথা মাথায় রেখেই এহেন পোশাক ডিজাইন করা হয়েছিল। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উৎসব-অনুষ্ঠানে পরে আসছেন সেখানকার মহিলারা। এই শীতে ঠান্ডার হাত থেকে বাঁচতে চাইলে আপনিও বিয়েবাড়িতে 'গোঞ্চা' ব্যবহার করতে পারেন।
এটি কীরকম পোশাক? এর বৈশিষ্ট্যই বা কী? জানা গেল, পশমের তৈরি লম্বা পোশাককে গোঞ্চা বলা হয়। স্কার্ট-ব্লাউজের সঙ্গে লম্বা ওড়নায় ঢাকা থাকে একপাশ। কিংবা মোগোস গাউনের সঙ্গেও আলাদা রঙিন কাপড় ব্যবহার করতে পারেন এই গোঞ্চা স্টাইলে। যা তীব্র ঠান্ডার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। তবে আবহাওয়া অনুযায়ী পোশাকের ডিজাইন এক রেখে আপনি ম্যাটেরিয়ালে বদল আনতে পারেন। পশমের বদলে গোঞ্চা তৈরি করতে পারেন বেনারসি কিংবা চান্দেরি ম্যাটেরিয়াল দিয়ে। দেখতে যেমন রংবাহারি হবে, তেমন আপাদমস্তক স্টাইলিশ এই পোশাক আপনাকে ঠান্ডার হাত থেকেও রক্ষা করবে। বরং ভিন রাজ্যের প্রাদেশিক পোশাকে বিয়েবাড়িতে আপনিই হয়ে উঠতে পারেন চর্চার আসরের মধ্যমণি।
প্রসঙ্গত, কঙ্গনা বরাবরই ফ্যাশন সচেতন। রাজনীতির ইনিংস শুরু করার পর অবশ্য তাঁর সাজপোশাকে শাড়ি কিংবা হিমাচলী পোশাকই প্রাধান্য পেয়েছে। তবে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রেও স্বাদ বদলেছে 'ক্যুইন'-এর। সংসদে যাওয়ার সময় সাধারণত সুতি বা হ্যান্ডলুমের শাড়িই তিনি বেশি পরেন। বর্তমানে প্যাস্টেল শেডের শাড়িতেই তাঁকে বেশিরভাগ দেখা যায়। কখনও হ্যান্ডলুম আবার কখনও বা সিল্কের শাড়িতে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন মাণ্ডি লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ কঙ্গনা রানাউত। এবার ট্র্যাডিশনাল লাদাখি পোশাকে বিয়েবাড়িতে বাজিমাত করলেন নায়িকা।
