shono
Advertisement
Elgar Parishad Case

ভীমা-কোরেগাঁও মামলায় জামিন আরও দুই অভিযুক্তের, বাকি রইল ১

২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই দু'জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে দু'জনকেই তালোজা জেলে বন্দি করে রাখা হয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 04:24 PM Jan 23, 2026Updated: 04:24 PM Jan 23, 2026

এলগার পরিষদ মামলায় এবার দুই সমাজকর্মীকে জামিন দিল বম্বে হাই কোর্ট। শুক্রবার বম্বে হাইকোর্ট এলগার পরিষদ মাওবাদী যোগ মামলায় অভিযুক্ত সাগর গোরখে এবং রমেশ গাইচোরকে সমতার ভিত্তিতে জামিন দিয়েছে। বলা হয়েছে, অন্যান্য অভিযুক্তদেরও একই মামলায় ছাড় দেওয়া হয়েছে, তাই তাঁদের দু'জনকেও জামিন দেওয়া হল।

Advertisement

২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই দু'জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে দু'জনকেই তালোজা জেলে বন্দি করে রাখা হয়েছে। তাঁদের দু'জনের বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে।

বিচারপতি এ এস গড়করির নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানিয়েছে, এই মামলার আরও বেশ কয়েকজন অভিযুক্তকে দীর্ঘ কারাবাস এবং অদূর ভবিষ্যতে মামলার বিচার শুরু না হওয়ার সম্ভাবনার কারণে জামিন দেওয়া হয়েছে।

দুই অভিযুক্তকে ১ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতি মাসে এনআইএ-র অফিসে একবার করে হাজিরা দিতে বলা হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখে পুনেতে এলগার পরিষদের সম্মেলনে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী এবং শিক্ষাবিদ-সহ প্রায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশের দাবি, পরের দিন পুনে শহরের বাইরে কোরেগাঁও-ভীমায় অঞ্চলে হিংসতার ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে মামলার তদন্ত করে। পুলিশের দাবি ছিল মাওবাদীরা এই সম্মেলনে সমর্থন করে। পরে এনআইএ মামলার তদন্তের দায়িত্ব নেয়।

সুরেন্দ্র গ্যাডলিং নামে একজন অভিযুক্ত ছাড়া বাকি সকলকেই এই মামলায় জামিন দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের ৮৩ বছরের জেসুইট মিশনারি স্ট্যানকে ২০২০ সালের অক্টোবরে তাঁর রাঁচির বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল এনআইএ। তদন্তকারী সংস্থা এনআইএ-র তরফে স্বামীর বিরুদ্ধে মোহন নামে এক মাওবাদী কমান্ডারের থেকে ৮ লক্ষ টাকা নেওয়ারও অভিযোগ তোলা হয়। ২০২১ সালের ৫ জুলাই জেল হেফাজতে মৃত্যু হয় স্ট্যান স্বামীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement