shono
Advertisement

‘জরুরি অবস্থা দেশের গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম অধ্যায়’

৩৩ তম 'মন কি বাত' অনুষ্ঠানে এমনটাই বললেন মোদি। The post ‘জরুরি অবস্থা দেশের গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম অধ্যায়’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Jun 25, 2017Updated: 08:59 AM Jun 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকঘণ্টা আগেই পা রেখেছেন আমেরিকায়। বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তার আগে রবিবার ৩৩ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমেই রথযাত্রার প্রসঙ্গ তুলে আনেন তিনি। বলেন, ‘দেশের বিভিন্ন অংশে মহাধুমধামে পালিত হচ্ছে রথযাত্রা।’ পাশাপাশি জরুরি অবস্থাকে ভারতের গণতন্ত্রের অন্ধকারতম অধ্যায় বলে আখ্যা দিলেন তিনি।

Advertisement

 

[অস্ট্রেলিয়ান সুপার সিরিজ জয় কিদাম্বি শ্রীকান্তের]

শুধু রথযাত্রা নয়, ইদ উপলক্ষেও দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের ধর্মীয় বৈচিত্রের কথাও তুলে ধরেন। তবে এদিন মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের বেশিরভাগটাই জুড়ে ছিল ‘স্বচ্ছ ভারত’। বলেন, ‘স্বচ্ছ ভারতের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। এটা এখন আর সরকারের প্রচেষ্টা নয়, স্বচ্ছ ভারত অভিযানে দেশবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।’ এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়ের উদাহরণ টেনে আনেন। যাঁরা কিনা রমজান উপলক্ষে নিজেরাই শৌচালয় বানানোর উদ্যোগ নিয়েছেন। বলেন, ‘বিজনৌরের বাসিন্দারা শৌচালয় বানানোর জন্য সরকারি সাহায্যের নিতে চাননি। তাঁরা নিজেদের খরচেই শৌচালয় বানাবেন বলে ঠিক করেছেন। এটা কি খুবই হৃদয়বিদারক?’ এর পাশাপাশি জরুরি অবস্থা চলাকালীন জয়প্রকাশের নারায়নের ভূমিকারও প্রশংসা করেন। সঙ্গে যোগ করেন, ‘যারা গণতন্ত্রকে ভালবাসেন, তাঁরা কখনই ২৫ জুন, ১৯৭৫ সালের ওই অন্ধকার রাত ভুলতে পারবেন না। দেশ জেলে পরিণত হয়েছিল। বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়েছিল।’ যদিও এরপরেই কংগ্রেস নেতা টম ভাদাক্কান মোদির সমালোচনা করে বলেন, ‘আমরা স্বীকার করছি জরুরি অবস্থা ভুল ছিল। আমরা সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি। কিন্তু আমাদের সেই ভুলের কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের ভুলটাকেও ঠিক করুন। হ্যাঁ, আমাদের জরুরি অবস্থার কথা মনে আছে।কিন্তু প্রধানমন্ত্রীকেও মনে করাতে হবে আমরাও এখন অঘোষিত জরুরি অবস্থার সম্মুখীন হয়েছি।’

 

[হেনরিজ আইল্যান্ডে সমুদ্রে তলিয়ে মৃত্যু কলকাতার পর্যটকদের]

কয়েকদিন আগেই গিয়েছে ‘বিশ্ব যোগ দিবস’। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব এখন বিশ্ব যোগ দিবস পালন করছে। চিন থেকে পেরু, পেরু থেকে প্যারিস- সবাই বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ করেছে।’ ভারতের মঙ্গল অভিযানের বর্ষপূর্তি এবং বর্তমান সাফল্যগুলির জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন তিনি। স্বচ্ছ ভারত থেকে শুরু করে যোগ দিবস, মহাকাশ সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছেন আর ক্রীড়া বাদ পড়বে এটা তো হতে পারেনা। ক্রীড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনও শিশু কোনও খেলার মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে তুলতে চায়, তাহলে তাকে নিরুৎসাহিত করা কখনওই উচিত নয়।’

[রথযাত্রার দিন রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস]

The post ‘জরুরি অবস্থা দেশের গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম অধ্যায়’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement