ভোটারদের শুনানির নথি আপলোডে ইচ্ছাকৃত ভুলের দরুণ শাস্তি পেতে হতে পারে ইআরও এবং এইআরও-দের। অনেকে ইচ্ছাকৃতভাবে নথি আপলোডে ভুল করছেন বলে অভিযোগ। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের বেশ কয়েকটি বিধানসভার ভোটারদের নথি খতিয়ে দেখে এই ধরনের ভুল খুঁজে পেয়েছেন বিশেষ পর্যবেক্ষককেরা। তাঁরাই কমিশনের কাছে ওই ইআরও এবং এইআরও-দের নাম-সহ কী ভুল করেছেন তা জমা দিয়েছেন।
কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতার এক বিধানসভার ইআরও-র বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে। বিশেষ রোল পর্যবেক্ষক নজরে পড়েছে, ওই ইআরও শুনানিতে হাজির হওয়া এক ভোটারের তথ্য হিসাবে পাসপোর্টের কথা উল্লেখ করেছেন। কিন্তু নথি হিসাবে আধার কার্ড, প্যান কার্ডের ছবি আপলোড করেছেন। অর্থাৎ, নথি হিসাবে পাসপোর্টের ছবি আপলোড করার কথা থাকলেও, ওই ইআরও তা করেননি। এমনকি শুনানিতে হাজির হওয়া ভোটারের ছবিও আলাদা করে তোলা হয়েছে। কমিশন সূত্রে খবর, বিশেষ রোল পর্যবেক্ষকদের এই ধরনের ভুল চিহ্নিত করতে বলা হয়েছে। ভবিষ্যতে এই ভুলের জন্য শাস্তির মুখে পড়তে পারেন ইআরও এবং এইআরও-দের।
কমিশনের এক আধিকারিকের কথায়, "পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় ইচ্ছাকৃত ভুল তবে শাস্তি দেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিককে।" রাজ্যের স্বরাষ্ট্রসচিব-সহ ১৫ জন আইএএস আধিকারিককে আগামী বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকের প্রশিক্ষণের জন্য ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ওই ১৫ জনের মধ্যে ৯ জনের নাম নিয়ে আপত্তি জানায় রাজ্য। তাঁদের পরিবর্তে বিকল্প নাম পাঠিয়েছে নবান্ন। অন্য দিকে, ১০ জন আইপিএস অফিসারকেও প্রশিক্ষণে ডাকা হয়েছিল। কমিশন সূত্রে খবর, ওই ১০ জনের মধ্যে বিকল্প ৮ জন অফিসারের নাম জমা দিয়েছে রাজ্য। রাজ্যের তরফে কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে।
