shono
Advertisement

পিতৃপরিচয়ই শেষ কথা নয়, মায়ের পদবিও নিতে পারে সন্তান, বেনজির রায় দিল Delhi High Court

শিশু শুধুমাত্র বাবার সম্পত্তি নয়, মন্তব্য উচ্চ আদালতের।
Posted: 09:58 PM Aug 06, 2021Updated: 09:58 PM Aug 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান শুধুমাত্র বাবার সম্পত্তি নয়। প্রত্যেক শিশুর মায়ের পদবি ব্যবহার করার অধিকার রয়েছে। সন্তান চাইলে মায়ের পদবি যেকোনও জায়গায় ব্যবহার করতে পারবে। একটি মামলার রায় দিতে গিয়ে শুক্রবার একথা জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)।

Advertisement

মায়ের পদবি ব্যবহার করছিল এক নাবালিকা। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা। এদিন মামলার শুনানি শুরু হয় বিচারপতি রেখা পাল্লির (Rekha Palli) এজলাসে। অভিযোগকারীর আইনজীবী জানান, নাবালিকা মায়ের পদবি ব্যবহার করায় জটিলতার সৃষ্টি হচ্ছে। LIC, প্রভিডেন্ট ফান্ডের মতো বিষয়ের অফিশিয়াল কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্কুলেও বাবার পরিচয় দেওয়া হয় না। তাই তাঁর মক্কেল চান, নাবালিকা যেন বাবার পদবিই ব্যবহার করে।

[আরও পড়ুন: Drone থেকে অস্ত্রবৃষ্টি কাশ্মীর সীমান্তে! জওয়ানদের তৎপরতায় ভেস্তে গেল জেহাদি ষড়যন্ত্র]

নাবালিকার বাবার এই আবেদনের ভিত্তিতেই বিচারপতি রেখা পাল্লি জানান, সন্তান শুধুমাত্র বাবার সম্পত্তি নয়। সে যদি মায়ের পদবি নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে সেখানে কারও কিছু বলার নেই। প্রত্যেক মানুষেরই নিজের মায়ের পদবি ব্যবহার করার অধিকার রয়েছে। নাবালিকার বাবার অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই জানান বিচারপতি। সেই কারণেই অভিযোগটি খারিজ করে দেন তিনি।

শোনা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর নাবালিকা নিজের মায়ের কাছেই থাকে। মায়ের পদবি ব্যবহার করে। পদবি বদলের অজুহাতে নাকি নিজের মেয়ের উপর অধিকার পেতে চেয়েছিলেন দিল্লির বাসিন্দা। তবে তাঁর সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। উলটে উচ্চ আদালতের বিচারপতির ভর্ৎসনাও শুনতে হল।

[আরও পড়ুন: কার্যকর করা যাবে না ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি, সুপ্রিম কোর্টের রায়ে বিপাকে Reliance]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement