shono
Advertisement

প্রধানমন্ত্রীই ত্রাতা! কাতার থেকে ফিরেই মোদিকে কৃতজ্ঞতা সাত প্রাক্তন নৌসেনা আধিকারিকের

১৮ মাস বন্দি ছিলেন প্রাক্তন নৌসেনা আধিকারিকরা। ২০২২ সালের আগস্ট মাসে আট প্রাক্তন নৌসেনা আধিকারিককে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। তাঁরা কাতারের বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ইজরায়েলে চরবৃত্তির অভিযোগ উঠেছিল।
Posted: 10:36 AM Feb 12, 2024Updated: 01:32 PM Feb 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌসেনার আট প্রাক্তন আধিকারিককে মুক্তি দিয়েছে কাতার (Qatar)। সোমবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানা গিয়েছে, ইতিমধ্যে দেশে ফিরেছেন ওই সাত নৌসেনা আধিকারিক। অষ্টম জনও দ্রুত ঘরে ফিরবেন। ভিন দেশে মৃত্যুদণ্ড, সেখান থেকে মুক্তি, এমনকী সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তনের এই ঘটনা যে নয়াদিল্লির বিরাট কূটনৈতিক জয়, তা বলা বাহুল্য। কাতারে আটক থাকা নৌসেনাকর্তারা এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (PM Narendra Modi) কৃতিত্ব দিচ্ছেন। মোদির হস্তক্ষেপেই কাতার সরকার সিদ্ধান্ত বদল করেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

এদিন প্রাথমিকভাবে বিদেশ মন্ত্রকের একটি বিবৃতি থেকেই সুখবর মেলে। সেখানে বলা হয়, ‘‘কাতারের সংস্থায় কর্মরত আট প্রাক্তন নৌসেনা আধিকারিকের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। ইতিমধ্যে সাত জন দেশে ফিরেছেন।’’ এদিকে দেশের মাটিতে পা রেখেই আবেগে ভাসলেন প্রাক্তন নৌসেনা আধিকারিকরা। বিমানবন্দরেই “ভারত মাতা কি জয়” স্লোগান দেন। দেশে ফিরে আসতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সরকারকে ধন্যবাদ জানান তাঁরা। ঠিক কী বলেছেন বর্তমানে মুক্ত প্রাক্তন নৌসেনা আধিকারিকরা?

 

[আরও পড়ুন: পুরনোতেই আস্থা, রাজ্যসভায় বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য]

কাতার ফেরত এক নৌসেনা আধিকারিক বলেন, ‘‘নিরাপদে দেশে ফিরতে পেরে ভীষণ খুশি আমরা। অবশ্যই প্রধানমন্ত্রী মোদিকে জানাতে চাই। তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন বলেই আমাদের দেশে ফেরা সম্ভব হয়েছে।’’ আরেক প্রাক্তন নৌসেনা আধিকারিক বলেন, “প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আজ আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভবই হত না। ভারত সরকারের ক্রমাগত চেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে।” বস্তুত সাত সেনা কর্তাই ১৮ মাস পর দেশে ফিরতে পারায় সরাসরি মোদিকে কৃতজ্ঞতা জানান। প্রাক্তন সেনাকর্মীদের এই মোদি স্তুতি লোকসভা ভোটের আগে বিজেপিকে বাড়তে অক্সিজেন দেবে বলা বাহুল্য।

 

[আরও পড়ুন: পাকিস্তান আছে পাকিস্তানেই! বেলুন নয়, ভোটে জিতে কন্ডোম উড়িয়ে উদযাপন]

২০২২ সালের আগস্ট মাসে আট প্রাক্তন নৌসেনা আধিকারিককে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। তাঁরা কাতারের বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ইজরায়েলে চরবৃত্তির অভিযোগ উঠেছিল। বিচারে আট প্রাক্তন সেনাকর্মী ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশকে মৃত্যুদণ্ড দেয় কাতার আদালত। যার পর তাঁদের উদ্ধারে সক্রিয় হয় ভারত। শেষ পর্যন্ত বিদেশ মন্ত্রক তথা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্যোগে মুক্ত হয়ে ভারতে ফিরলেন ওই সেনা আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement