shono
Advertisement
Pahalgam Attack

পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা

পাকিস্তানকে 'জঙ্গিরাষ্ট্র' ঘোষণা করুক ট্রাম্প প্রশাসন, দাবি প্রাক্তন মার্কিন সেনাপ্রধানের।
Published By: Kishore GhoshPosted: 10:44 AM Apr 24, 2025Updated: 11:11 AM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার নিন্দায় পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন সেনাকর্তা মাইকেল রুবিন। পেন্টাগনের প্রাক্তন আধিকারিক পাকিস্তানের সেনাপ্রধানকে নিহত আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন। তাঁর মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং মুনিরকে জঙ্গি ঘোষণা করা উচিত আমেরিকার।

Advertisement

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। পাক মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত ডিঙিয়ে হামলা চালায় উপত্যকার পহেলগাঁওয়ে। এই ঘটনার তীব্র নিন্দা করে পাক সেনপ্রধানকে বিন লাদেনের সঙ্গে তুলনা করেন রুবিন। বলেন, মুনির এবং বিন লাদেনের মধ্যে একমাত্র পার্থক্য হল, প্রথমজন একটি প্রাসাদে থাকেন এবং দ্বিতীয়জন একটি গুহায় থাকতেন। আরও বলেন, "পহেলগাঁও হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিক্রিয়া হওয়া উচিত পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং আসিফ মুনিরকে সন্ত্রাসবাদী ঘোষণা করা।" মাইকেল রুবিন জানান, বিল ক্লিন্টনের ভারত সফরের মধ্যেও জঙ্গি হামলা হয়েছিল। জেডি ভান্সের ভারতভ্রমণের মধ্যেও একই উদ্দেশ্যে জঙ্গি হামলা চালানো হয়েছে সীমান্তপার থেকে।

পহেলগাঁওয়ে হামলার পরে সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এইসঙ্গে বুধবার মধ্যরাতেই ভারতে নিযুক্ত পাক কুটনীতিক সাদ আহমেদ ওয়ারিচকে সমন পাঠায় সাউথ ব্লক। দিল্লির তরফে স্পষ্ট করা হয়, সাধারণ নাগরিক থেকে কূটনীতিক—ভারতে পাকিস্তানি মাত্রই ‘অবাঞ্ছিত’।

পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে ভারতের নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিস্রি। সেখানেই তিনি জানান, পহেলগাম হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।

মিসরি জানান, এই মুহূর্ত থেকে সিন্ধু জলচুক্তি বাতিল করা হল। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা-আটারি সীমান্ত। বৈধ কারণে যাঁরা ওই পথ দিয়ে গিয়েছেন, তাঁদের ১মে’র মধ্যে ভারতে ফিরতে হবে। আগামী দিনে পাকিস্তানিদের ভিসা বাতিল করল ভারত। বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভার‍ত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান-দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। পাক হাইকমিশনের এই পদগুলি ‘পারসোনা নন গ্রাটা’ বলে ঘোষণা করল নয়াদিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের।
  • গতকাল বিক্রম মিসরি জানান, এই মুহূর্ত থেকে সিন্ধু জলচুক্তি বাতিল করা হল।
Advertisement