shono
Advertisement

Breaking News

দাবি মানার আশ্বাস সরকারের, মহারাষ্ট্রের কৃষকদের লং মার্চ আপাতত স্থগিত

মিছিল বন্ধ হলেও সরকারি নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কৃষকরা মুম্বই সীমানাতেই থাকবেন।
Posted: 10:55 AM Mar 17, 2023Updated: 10:55 AM Mar 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক এবং দলিতদের ক্ষোভ খানিকটা প্রশমন করতে সক্ষম হল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে তাঁদের ১৭ দফা দাবিই কার্যত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে (Eknath Shinde) সরকার। সরকারের প্রতিশ্রুতি পাওয়ার পর কৃষক নেতারা আপাতত মিছিল নিয়ে মুম্বইয়ে ঢোকার পরিকল্পনা ত্যাগ করেছেন বলে খবর।

Advertisement

আসলে দিন কয়েক আগেই মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু করেন হাজার হাজার কৃষক ও দলিত। সিপিএমের (CPIM) কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার (All Indian Kishan Sabha) ব্যানারে মোট ১৭ দফা দাবিতে নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে হাঁটা শুরু করেন হাজার হাজার কৃষক। মার্চের চড়া রোদ গায়ে মেখে, পায়ে হেঁটে লাল ঝান্ডা হাতে অন্নদাতাদের সেই মিছিল ফের নাগরিক সমাজের সমবেদনা কুড়োতে শুরু করেছিল। বিরোধীরাও কৃষকদের পাশে দাঁড়ান।

[আরও পড়ুন: ‘না জেনে বিকৃত প্রচার চলছে’, সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পড়ানো বিতর্কে জবাব কুণালের]

চাপের মুখে পড়ে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বৃহস্পতিবারই কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী ফড়ণবিশ (Devendra Fadanbis)। সূত্রের খবর, সেই বৈঠকে রফাসূত্র বেরিয়েছে। কৃষক (Farmer) নেতাদের দাবি, সরকার তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। সরকারকে চারদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যেই এই সংক্রান্ত সব নির্দেশ কার্যকর করতে হবে। ততদিন মুম্বইয়ে লং মার্চ ঢুকবে না। তবে কৃষকদের জমায়েত এখনই ভাঙা হবে না। সরকারি নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কৃষকরা মুম্বই সীমানাতেই থাকবেন।

[আরও পড়ুন: অপহরণের পর খুন করে তপসিয়ার খালে দেহ! দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার ট্যাংরা থানার পুলিশের]

কৃষিঋণ মকুব, ভূমিহীন আদিবাসীদের জঙ্গলের জমির পাট্টা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, সেচের সুবিধা এবং কৃষকদের পেনশন চালু-সহ মোট ১৭ দফা দাবিতে কৃষকদের এই লং মার্চ শুরু হয়েছে নাসিক থেকে। তাতে যোগ দিয়েছিন হাজার হাজার কৃষক। এর আগে ২০১৮ সালে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত লং মার্চ করেছিলেন প্রায় ৫০ হাজার কৃষক। সেবারেও সরকার দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির পর পাঁচ বছর পেরিয়ে গেলেও অধিকাংশ দাবিই এখনও পূরণ হয়নি। সেকারণেই ফের এই মিছিলের ডাক। এবারও ফের প্রতিশ্রুতি দিল সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement