সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইপিএফের (EPF) গ্রাহকদের কি আর সুদ দেওয়া হচ্ছে না? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দেখা গিয়েছে, অনেকেরই অ্যাকাউন্ট স্টেটমেন্টে কোনও সুদ জমা পড়েনি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, আর কি তাহলে সুদ দেওয়া হবে না ইপিএফও গ্রাহকদের? এই পরিস্থিতিতে এবার মুখ খুলল কেন্দ্র। জানিয়ে দিল, সকলেই ইপিএফের সুদ পেয়েছেন। কিন্তু যেহেতু সম্প্রতি ইপিএফ সফটওয়্যারটি আপগ্রেড করা হয়েছে তাই সেটা দেখা যাচ্ছে না।
অর্থমন্ত্রকের তরফে টুইটারে জানানো হয়েছে, ‘কোনও গ্রাহককেই প্রাপ্ত সুদের ক্ষেত্রে কোনও ক্ষতির মুখে পড়তে হবে না। সমস্ত ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টেই সুদ জমা পড়েছে। কিন্তু তা দেখা যাচ্ছে না স্টেটমেন্টে। কেননা সম্প্রতি ইপিএফও’র সফটওয়্যারে একটি আপগ্রেড করা হয়েছে।’
[আরও পড়ুন: রাবণ নয়, দশেরায় ইডি-সিবিআইয়ের কুশপুত্তলিকা পুড়ল মোদির গুজরাটে]
সম্প্রতি ইনফোসিসের প্রাক্তন কর্তা ও বর্তমানে আরিন ক্যাপিটাল নামের সংস্থার চেয়ারম্যান মোহনদাস পাই টুইট করে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি লিখেছিলেন, ‘প্রিয় ইপিএফও, আমার সুদ কই? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্যার সংশোধন চেয়েছিলেন। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে নাগরিকদের কেন ভোগান্তি পোহাতে হবে? দয়া করে সাহায্য করুন।’
সেই সঙ্গে তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টও জুড়ে দেন তাঁর পোস্টে। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল ওই সুদ দিতে কি দেরি করছে কেন্দ্র? এরপরই এই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে বিতর্কের অবসান ঘটাতে বিবৃতি দিল অর্থ মন্ত্রক।