shono
Advertisement

ভোরবেলায় ভয়াবহ আগুন গুজরাটের হাসপাতালে, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
Posted: 09:35 AM Jul 30, 2023Updated: 09:35 AM Jul 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরবেলা ভয়াবহ আগুন (Fire) লাগল গুজরাটের (Gujarat) হাসপাতালে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০-২৫টি ইঞ্জিন। পরে প্রায় ১০০ রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement

দমকলের অফিসার জয়েশ খাদিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ”রাজস্থান হাসপাতালের দ্বিতীয় বেসমেন্টে আগুন লেগেছে। ভোর সাড়ে চারটে নাগাদ আমরা খবর পাই। কেন আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ২০-২৫টি ইঞ্জিন।”

[আরও পড়ুন: ৫ বছরের শিশুকে ধর্ষণ, শ্বাসরোধ করে খুন! কেরলে গ্রেপ্তার পরিযায়ী শ্রমিক]

পুলিশ আধিকারিক এম ডি চম্পাবত জানিয়েছেন, ”গলগল করে ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল বেসমেন্ট থেকে। দমকলকর্মীরা এখনও আগুন নেভানোর জন্য লড়াই করে চলেছেন।” একটি দাতব্য প্রতিষ্ঠান ওই হাসপাতালটি চালায় বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে।

[আরও পড়ুন: বাঘ দিবসে সুখবর, মধ্যপ্রদেশে চার বছরে দক্ষিণরায়ের সংখ্যা বাড়ল ২৫৯টি, টুইট শিবরাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement