shono
Advertisement

Breaking News

Garib Rath Express

চলন্ত গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! চালকের তৎপরতায় বাঁচল বহু প্রাণ

ট্রেনটিতে পাঁচশোর বেশি যাত্রী ছিলেন।
Published By: Biswadip DeyPosted: 12:51 PM Jul 19, 2025Updated: 12:51 PM Jul 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে রাজস্থানে আগুন লেগে গেল গরিবরথ এক্সপ্রেসে। ট্রেনে পাঁচশোর বেশি যাত্রী ছিলেন। মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলার মধ্যে যাতায়াত করে ট্রেন। সৌভাগ্যবশত, ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলেও সেই আগুন কামরা পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি ধীরগতিতে চলছিল বলেই লোকো পাইলটও দ্রুত পদক্ষেপ করতে পেরেছিলেন।

Advertisement

রাত সাড়ে ১১টা নাগাদ যাত্রা শুরু করে ভোর ৩টে ৪৫ মিনিটে ট্রেনটির আজমেঢ় পৌঁছনোর কথা ছিল। ট্রেনটি মাঝখানের কোনও স্টপে থামে না। আগুন যখন লাগে সেই সময় ট্রেনটি সদেড়া স্টেশন দিয়ে যাচ্ছিল। আর সেই কারণেই গতি ছিল বেশ কম। তাই লোকো পাইলট দ্রুত ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন। জানা গিয়েছে, ইঞ্জিনের অন্যপ্রান্ত থেকে আগুন বেরতে দেখা যেতেই লোকো পাইলট আর দেরি করেননি।


ট্রেন থামানোর পর যাত্রীদের সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর আগুন থামানোর প্রক্রিয়া শুরু হয়। সকাল আটটার মধ্যে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলেও আসে। দুর্ঘটনার কারণে ওই পথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোররাতে রাজস্থানে আগুন লেগে গেল গরিবরথ এক্সপ্রেসে। ট্রেনে পাঁচশোর বেশি যাত্রী ছিলেন।
  • মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলার মধ্যে যাতায়াত করে ট্রেন।
  • সৌভাগ্যবশত, ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলেও সেই আগুন কামরা পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Advertisement