সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানে সুখটান। বেজে উঠল শৌচাগারের বিপদঘণ্টি। ধরা পড়লেন যাত্রী। এবারের ঘটনাটি আকাসা এয়ারের একটি বিমানে। জীবনে প্রথমবার বিমান সফর করছিলেন ওই প্রৌঢ়। শৌচাগারে গিয়ে বিড়ি ধরান তিনি। বিপদঘণ্টি বাজতেই ছুটে যান বিমানকর্মীরা। গ্রেপ্তার করা হয়েছে ওই যাত্রীকে। যদিও অভিযুক্ত জানিয়েছেন, বিমানে বিড়ি খাওয়া যে নিষিদ্ধ তা জানা ছিল না তাঁর।
অভিযুক্ত যাত্রীর নাম প্রবীণ কুমার। তিনি রাজস্থানের পালি জেলার মারওয়ার জংশন এলাকার বাসিন্দা। এক আত্মীয়কে নিয়ে বেঙ্গালুরু (Bengaluru) যাচ্ছিলেন ৫৬ বছরের প্রবীণ। আহমেদাবাদ (Ahmedabad) থেকে আকাসা এয়ারের বিমানে চেপে ছিলেন। মাঝআকাশে নেশা চাপে তাঁর। নির্দ্বিধায় শৌচাগারে গিয়ে বিড়ি ধরান পেশায় নির্মাণকর্মী প্রবীণ। মুহূর্তে বেজে ওঠে বিপদঘণ্টি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
[আরও পড়ুন: পাক হিন্দু শরণার্থীদের বস্তিতে বুলডোজার, উচ্ছেদের আদেশ কংগ্রেস শাসিত রাজস্থানের]
প্রবীণ জানিয়েছেন, এই প্রথম বিমান যাত্রা তাঁর। ট্রেনে যাতায়াতের সময় শৌচাগারে গিয়ে বিড়ি খাওয়া অভ্যাস। একইভাবে বিমানের শৌচাগারে গিয়ে ধূমপান করতে গিয়েছিলেন। তাতেই বিপত্তি ঘটে যায়। তাঁর জানা ছিল না বিমানে এতখানি কড়াকড়ি। বিড়িতে সুখটান দিতে গিয়ে এখন বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ঠাঁই হয়েছে প্রবীণের।