সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে সাহসী পদক্ষেপ নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এই প্রথম কোনও রূপান্তরকামীকে দলের গুরুত্বপূর্ণ পদে বসালেন তিনি৷ সাংবাদিক তথা সমাজকর্মী অপ্সরা রেড্ডিকে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করলেন রাহুল৷ যা কংগ্রেসের ইতিহাসে প্রথম৷
[সেনার থেকে ৩২০০টি গরু কিনছে মহারাষ্ট্র সরকার ]
মঙ্গলবার পুষ্পস্তবক দিয়ে অপ্সরাকে নয়া দায়িত্বে স্বাগত জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই ছবিও পোস্ট করা হয়৷ তাঁকে শুভেচ্ছা জানানো হয় কংগ্রেসের মহিলা শাখার তরফ থেকেও৷ অপ্সরাকে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুস্মিতা দেবের মতো শীর্ষ মহিলা কংগ্রেস নেত্রীরা৷ রাজনীতির ময়দানে একদম আনকোরা নন অপ্সরা৷ এক সময়ে বিজেপির সদস্যা ছিলেন তিনি৷ তবে, গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগ করেন তিনি৷ এরপর তামিলনাড়ুর শাসনে থাকা এআইএডিএমকে-র সংস্পর্শে আসেন তিনি৷ ২০১৬-তে এআইএডিএমকে-তে যোগ দেন এই সাংবাদিক তথা সমাজকর্মী৷ কিন্তু ধীরে ধীরে সেখানেও গুরুত্ব হারান৷ এরপরই কংগ্রেসের সঙ্গে তাঁর সখ্য বাড়ে৷
[সবরীমালায় প্রবেশ চরম অপরাধ! বিন্দুর মেয়েকে স্কুলে নিতে নারাজ কর্তৃপক্ষ]
সংবাদিকতা পেশাতেও বেশ পরিচিত মুখ অপ্সরা রেড্ডি৷ একাধিক দেশী-বিদেশী সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি৷ বিবিসি ওয়ার্ল্ডে কাজ করেছেন তিনি৷ এছাড়া হিন্দু, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেকান ক্রনিক্যালের মতো খ্যতনামা সংবাদপত্র গোষ্ঠীতেও কাজ করেছেন অপ্সরা৷ লোকসভা ভোটের আগে কংগ্রেস সভাপতির এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
The post সাহসী পদক্ষেপ রাহুলের, মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ পেলেন রূপান্তরকামী নেত্রী appeared first on Sangbad Pratidin.