shono
Advertisement
Karnataka

মুসলিম পরিবারের গাড়ি আটকে দাদাগিরি! খুনের হুমকি থেকে মহিলাদের হেনস্তা, অভিযুক্ত প্রাক্তন বিজেপি সাংসদ

মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:50 PM Jun 24, 2025Updated: 05:50 PM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাস্তায় প্রাক্তন বিজেপি সাংসদের দাদাগিরি! গাড়ি আটকে একটি মুসলিম পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল কর্নাটকের প্রাক্তন বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ের বিরুদ্ধে। এই ঘটনার পর সোমবার সন্ধ্যায় অনন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সইফ খান নামে এক ব্যক্তি।

Advertisement

সইফ খানের অভিযোগ অনুযায়ী, গত সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে ইনোভা ক্রিস্টা গাড়িতে করে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময়ই ৪৮ নম্বর জাতীয় সড়কের মধ্যএ একটি সাদা এক্সইউভি-৭০০ গাড়ি তাঁদের পথ আটকায়। ওই সাদা গাড়িটি থেকে তিনজন নেমে এসে তাঁদের গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করাতে বাধ্য করেন।

অভিযোগকারীর জানিয়েছেন, ওই তিনজনের মধ্যে একজন তাঁকে মারধর করতে শুরু করেন। তাঁর ভাই সলমন খানকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। এরই মধ্যে প্রাক্তন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে বিষয়টিকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। সইফের কথায়, তাঁর মা এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে ঘাড় ধরে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এমনকী সইফের মায়ের পোশাক ধরেও টানাটানি করা হয় বলে অভিযোগ। সইফের আরও অভিযোগ, তাঁর পরিবারের সকলকে গুলি করে মারার হুমকি দেন প্রাক্তন বিজেপি সাংসদ।

এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সইফ ও তাঁর পরিবারের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ জানানোর পর সইফ ও তাঁর পরিবারের সদস্যদের বয়ার রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এফআইআরে অনন্তকুমার হেগড়েকে মূল অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে তাঁর গাড়ির চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝরাস্তায় প্রাক্তন বিজেপি সাংসদের দাদাগিরি!
  • গাড়ি আটকে একটি মুসলিম পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল কর্নাটকের প্রাক্তন বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ের বিরুদ্ধে।
  • এই ঘটনার পর সোমবার সন্ধ্যায় অনন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সইফ খান নামে এক ব্যক্তি।
Advertisement