ভারতীয় অর্থনীতি, রাজনীতিতে আজীবনের অবদান, ফের আন্তর্জাতিক সম্মান মনমোহনকে

08:13 PM Jan 31, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি করলেও, প্রধানমন্ত্রী হলেও তাঁর প্রকৃত পরিচয় তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। ভারতীয় অর্থনীতিতে অবদানের জন্য আগেও একাধিক সম্মান পেয়েছেন। এবার অর্থনীতি ও রাজনীতিতে আজীবনের অবদানের জন্য পেলেন ইন্ডিয়া-ইউকে অ্যাচিভার্স হনার (India-UK Achievers Honours)। গত সপ্তাহেই এই পুরস্কার ঘোষিত হয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে একটি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের (Dr Manmohan Singh) হাতে।

Advertisement

ইন্ডিয়া-ইউকে অ্যাচিভার্স হনার যৌথভাবে দিয়ে থাকে ইংল্যান্ডের (England) ন্যাশানাল ইন্ডিয়ান স্টুডেন্ট ইউনিয়ন (NISAU UK), ব্রিটিশ কাউন্সিল এবং ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশানাল ট্রেড (DIT)। অর্থনীতির ছাত্র হিসেবে অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে মনমোহনের সাফল্যকেও সম্মান জানানো হয়েছে এই পুরস্কারে। জীবনপ্রান্তে নয়া সম্মাননা পেয়ে আপ্লুত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। লিখিত বার্তায় জানিয়েছেন, “এভাবে সম্মান জানানোয় মুগ্ধ হয়েছি। এই পুরস্কার বিশেষ অর্থবহ, কারণ তা তরুণদের কাছ থেকে এসেছে। যাঁরা দেশের ভবিষ্যত। এছাড়াও তাঁরা দুই দেশের (ভারত ও ইংল্যান্ড) মধ্যে সম্পর্ক গড়ে তুলছে।”

[আরও পড়ুন: মিলছে না অভিযোগকারিণী ও সাক্ষীর বয়ান, জামিন পেলেন এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত]

ড. মনমোহন সিং আরও বলেন, “ভারত-ইংল্যান্ডের শিক্ষক্ষেত্রে যৌথভাবে পথচলা বহু বছরের। জাতীর জনক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ড. বি আর আম্বেদকর, সর্দার পটেলের মতো অনেকেই ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তাঁরা দেশ তথা গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। আলোর পথ দেখিয়েছেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছরে প্রথমবার ৭৫ জন কৃতীকে ইন্ডিয়া-ইউকে অ্যাচিভার্স অনারে সম্মানিত করা হচ্ছে। তাঁদেরকেই এই সম্মান দেওয়া হচ্ছে, যাঁরা ভারত-ইংল্যান্ডের সম্পর্কের সেতুকে তাঁদের কাজের মাধ্যমে মজবুত করেছেন। তেমনই একজন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

Advertising
Advertising

[আরও পড়ুন: মোরবির সেতুভঙ্গ মামলায় আত্মসমর্পণ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার কর্ণধারের]

১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রশাসক ছিলেন ড. মনমোহন সিং। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত যোজনা কমিশনের সহ-অধ্যক্ষ এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। তাঁর আমলেই গোটার বিশ্বের কাছে ভারতের বিরাট খুলে যায়। বদলে যায় ভারতীয় অর্থনীতির রূপরেখা। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং।

Advertisement
Next