shono
Advertisement
Punjab

৮ কোটি টাকার প্রতারণার শিকার, অবসাদে নিজেকেই গুলি পাঞ্জাবের প্রাক্তন IPS-এর

জীবনের সমস্ত সঞ্চয় খুইয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশকর্তা।
Published By: Amit Kumar DasPosted: 09:02 AM Dec 23, 2025Updated: 09:02 AM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা পাঞ্জাবের প্রাক্তন আইপিএস আধিকারিক অমর সিং চাহালের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই আধিকারিক। জানা যাচ্ছে, সাইবার জালিয়াতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছিলেন ওই পুলিশকর্তা। টাকার অঙ্ক প্রায় ৮.১০ কোটি।

Advertisement

পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানান, পাঞ্জাব পুলিশের প্রাক্তন আইজি অমর সিং। সোমবার দুপুরে নিজের বাড়িতেই নিরাপত্তারক্ষীর বন্দুক দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ১২ পাতার সেই চিঠি লেখা হয়েছে পাঞ্জাব পুলিশের ডিআইজিকে উদ্দেশ্য করে। যেখানে লেখা হয়েছে, সম্প্রতি সাইবার ক্রাইমের শিকার হন ওই পুলিশকর্তা। জীবনের সমস্ত সঞ্চয় খুইয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ কর্তা। যার জেরেই এই ঘটনা।

আধিকারিক বরুণ শর্মা বলেন, 'গুলি চালানোর খবর পেয়েই আমরা ওই আইপিএসের বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা অত্যঞ্জত সংকটজনক। উল্লেখ্য, পাঞ্জাব পুলিশের এই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে ২০১৫ সালে ফরিদকোটের বেহবলকালান এবং কোটকাপুরায় শিখদের জমায়েতে গুলি চালানোর অভিযোগ ছিল। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি ফরিদকোটের একটি আদালতে ওই মামলায় চার্জশিট দেয় সিট। সেখানে অমর-সহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্তার নাম উল্লেখ করা হয়েছিল। এ হেন অমরের আত্মঘাতী হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা পাঞ্জাবের প্রাক্তন আইপিএস আধিকারিক অমর সিং চাহালের।
  • গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই আধিকারিক।
  • জানা যাচ্ছে, সাইবার জালিয়াতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছিলেন ওই পুলিশকর্তা।
Advertisement