shono
Advertisement

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বুটা সিং

'অপারেশন ব্লুস্টার'-এর পর বিধ্বস্ত স্বর্ণমন্দিরকে ফের গড়ে তোলায় তাঁর অবদান ছিল যথেষ্ট।
Posted: 11:07 AM Jan 02, 2021Updated: 11:07 AM Jan 02, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় গৃহমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বুটা সিং (Buta Singh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভূগছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: করোনা টিকা দেওয়ার আগে দেশে ভ্যাকসিন-প্রতারণা চক্র! সতর্ক করছে পুলিশ]

জীবনের প্রথম নির্বাচন অকালি দলের হয়ে লড়লেও তারপর কংগ্রেসে (Congress) যোগ দেন বুটা সিং। ১৯৬২ সালে সাধনা লোকসভা আসন থেকে প্রথমবারের জন্য লোকসভায় নির্বাচিত হয়ে আসেন তিনি। তারপর ক্রমে তাঁর রাজনীতিক উথ্থান ঘটে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীই পদেও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, “বুটা সিং অত্যন্ত অভিজ্ঞ প্রশাসক ছিলেন। গরীবদের জন সবসময় আওয়াজ তুলতেন তিনি। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

উল্লেখ্য, নিজের রাজনৈতিক জীবনে দেশের একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থেকেছেন বুটা সিং। ‘অপারেশন ব্লুস্টার’-এর পর বিধ্বস্ত স্বর্ণমন্দিরকে ফের গড়ে তোলায় তাঁর অবদান ছিল যথেষ্ট। এছাড়া, অযোধ্যায় ইস্যুতে রাজস্থানের প্রাক্তন এই সংসদের ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, অযোধ্যা জমি বিবাদের মামলায় রামলালা বিরাজমানকে আলাদা সত্ত্বা হিসেবে তুলে ধরে আদালতে জমির মালিকানার দাবি জানানোর যুক্তি ছিল বুটা সিংয়ের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং কীভাবে তাঁদের পরামর্শ দিয়েছিলেন ৮-এর দশকের শেষ দিকে, সেই ঘটনা বিবৃত করেছেন ভিএইচির সদস্য চম্পত রাইও৷ সব মিলিয়ে বুটা সিংয়ের প্রয়ানে ভারতীয় রাজনীতির এক অন্যওম অধয়ের পরিসমাপ্তি ঘটল।

[আরও পড়ুন: ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার পরদিনই কমল দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তি অ্যাকটিভ কেসেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement