shono
Advertisement
Pahalgam Attack

পহেলগাঁও হামলার এক সপ্তাহ, জঙ্গিদের খোঁজে কাশ্মীরজুড়ে ৪ জায়গায় অভিযানে সেনা

এখনও অধরা জঙ্গিরা।
Published By: Subhodeep MullickPosted: 05:54 PM Apr 29, 2025Updated: 05:54 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার পহেলগাঁওয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল জঙ্গিরা। গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল একের পর এক শরীর। আজ সেই নৃশংস ঘটনার এক সপ্তাহ। কিন্তু এখনও অধরা জঙ্গিরা। হামলাকারীদের খোঁজে বর্তমানে কাশ্মীরের চারটি জায়গায় একযোগে চলছে অভিযান। মঙ্গলবার এমনটাই জানাল ভারতীয় সেনা।

Advertisement

সেনা সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ইয়ারওয়ান জঙ্গলে নতুন করে অভিযানে নেমেছে ভারতীয় সেনার জওয়ানরা। এর আগে দক্ষিণ কাশ্মীরের অন্য দুটি এলাকায় হামলাকারীদের খোঁজে শুরু হয়েছিল সেনা অভিযান। সেই দু'টিও এখনও শেষ হয়নি। তাই সব মিলিয়ে কাশ্মীরের বুকে এখন মোট চারটি অভিযান চলছে।

সূত্রের খবর, সেনার সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই অভিযানগুলিতে রয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের দক্ষিণের জেলাগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘন জঙ্গল এবং গ্রামীণ অঞ্চলগুলিতে চলছে চিরুনি তল্লাশি। এছাড়া সংবেদনশীল এলাকাগুলিতে অবস্থিত প্রায় ৫০টিরও বেশি পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, কাশ্মীরজুড়ে আরও বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা! এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। এরপরই কাশ্মীরের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার। গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বন্ধ হওয়া পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে - ইউসমার্গ, তৌসি ময়দান, দুধপাথরি, আহরওয়াল, কৌসরনাগ, বাঙ্গাস, কারিওয়ান ডাইভার চান্দিগ্রাম, বাঙ্গাস ভ্যালি, উলার, রামপোরা, রাজপোরা, চিয়ারহড় মুন্দিজ,  হাম্মাম মার্কুট জলপ্রপাত, খাম্পু, ভিজিটপ, সান টেম্পল, ভেরিনাগ গার্ডেন, জামিয়া মসজিদ। এছাড়াও বেশ কয়েকটি রিসর্ট এবং হোটেল বন্ধ করেছে ওমর আবদুল্লার সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত মঙ্গলবার পহেলগাঁওয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল জঙ্গিরা।
  • আজ সেই নৃশংস ঘটনার এক সপ্তাহ হলো।
  • হামলাকারীদের খোঁজে বর্তমানে কাশ্মীরের চারটি জায়গায় এক যোগে চলছে অভিযান।
Advertisement