shono
Advertisement

বন্ধ হচ্ছে Freedom 251-এর প্রস্তুতকারক সংস্থা রিঙ্গিং বেলস!

আর হাতে উঠবে না ২৫১ টাকায় স্মার্টফোন!  The post বন্ধ হচ্ছে Freedom 251-এর প্রস্তুতকারক সংস্থা রিঙ্গিং বেলস! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Dec 17, 2016Updated: 03:31 PM Dec 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন, ফ্রিডম ২৫১ বাজারে এনে হইচই ফেলে দিয়েছিল ‘রিঙ্গিং বেলস’৷ জন্মলগ্ন থেকেই ওই সংস্থার নিত্যসঙ্গী ছিল বিতর্ক৷ সেই সংস্থাই কি এবার বন্ধ হওয়ার মুখে, উঠছে প্রশ্ন!

Advertisement

ইতিমধ্যেই প্রায় সাত কোটি মানুষ সংস্থার সবচেয়ে সস্তা স্মার্টফোন কিনতে চেয়ে ‘রিঙ্গিং বেলস’-এর ওয়েবসাইটে নাম নথিভুক্ত করেন৷ কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক হ্যান্ডসেটগুলি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে ব্যর্থ হয় সংস্থা৷ সংস্থার বিরুদ্ধে দুর্নীতি ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে৷ মাত্র ২৫১ টাকায় কোনও সংস্থা কী করে স্মার্টফোন বিক্রি করতে পারে, সেই নিয়ে সংসদেও আলোচনা হয়৷ আয়কর বিভাগ হানা দেয় সংস্থার দফতরে৷ সেই সংস্থাই সম্ভবত এবার বন্ধ হয়ে যাচ্ছে, দাবি করেছে TeleAnalysis৷

তাদের দাবি, ‘রিঙ্গিং বেলস’-এর কর্ণধার সংস্থাটি বন্ধ করে আরেকটি নতুন সংস্থা তৈরি করেছেন৷ এমডিএম ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড নামে ওই নয়া সংস্থার সদর দফতর নয়াদিল্লির কৈলাশ কলোনিতে৷ ‘রিঙ্গিং বেলস’-এর সিইও ধরনা গোয়েল নাকি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন৷ যদিও ‘রিঙ্গিং বেলস’ এই রিপোর্ট ভুল বলে দাবি করে জানিয়েছে, তারা ইতিমধ্যেই প্রায় ৭০ হাজার হ্যান্ডসেট গ্রাহকদের হাতে পৌঁছে দিয়েছে৷

The post বন্ধ হচ্ছে Freedom 251-এর প্রস্তুতকারক সংস্থা রিঙ্গিং বেলস! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement