সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রলের দাম বাড়ায় দেশ জুড়ে প্রতিবাদে শামিল হয়েছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। প্রতিবাদে মুখর শিব সেনাও। কিন্তু শনিবার কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, চিন্তার কোনও কারণ নেই। পেট্রলের দাম কমতে শুরু করেছে ইতিমধ্যেই।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী বলেন, ‘তেলের দাম কমতে শুরু করেছে। আপনারা খবর নিয়ে দেখুন, গত ২ দিনে পেট্রলের দাম কমেছে।’ মন্ত্রীর ব্যাখ্যা, আমেরিকায় ইরমা ও হার্ভের মতো হারিকেনের প্রভাবে আন্তর্জাতিক মহলে তেলের দামের স্থিতাবস্থা নষ্ট হয়েছে। তাই পেট্রলের দাম ঊর্ধ্বমুখী হয়। কিন্তু এখন হারানো স্থিতাবস্থা ফিরে এসেছে। এবার আবার দাম কমতে শুরু করবে বলে দাবি মন্ত্রীর।
পেট্রোলিয়াম পণ্যের উপর জিএসটি চালুর স্বপক্ষেও সওয়াল করেন মন্ত্রী। তিনি বলেন, জিএসটি কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছি পেট্রোলিয়াম পণ্যের উপর জিএসটি বসানো হোক। এতে কেন্দ্র ও রাজ্য-দু’পক্ষেরই স্বার্থ সুরক্ষিত থাকবে। প্রধান জানান, প্রতিটি রাজ্যের কর বিধিতে ভারসাম্য থাকা জরুরি। এতে মানুষের উপর চাপ কম পড়ে।