shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম গণধর্ষণে অভিযুক্ত গ্যাংস্টার! মাথার দাম ছিল ১ লক্ষ টাকা

ধর্ষণ ছাড়াও গোহত্যা, ডাকাতি, গাড়িচুরি-সহ ১৭টি মামলা ছিল কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে।
Published By: Kishore GhoshPosted: 03:31 PM Jan 06, 2026Updated: 05:01 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের এনকাউন্টারে খতম গ্যাংস্টার। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্তের নাম তালিব ওরফে আজম খান। মাথার দাম ছিল এক লক্ষ টাকা। ধর্ষণ ছাড়াও গোহত্যা, ডাকাতি এবং গাড়িচুরি-সহ ১৭টি অপরাধের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। লখিমপুরখেরীর দিয়ারা সেতুর কাছে লাম্ভুয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টারের।

Advertisement

সম্প্রতি লখিমপুরখেরির দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তালিবের বিরুদ্ধে। এর পর থেকে পলাতক ছিলেন তিনি। সোমবার পুলিশ খবর পায়, লখিমপুরখেরির দিয়ারা সেতুর কাছে লাম্ভুয়া এলাকায় দুই সঙ্গী সলমান ও মুখতারের সঙ্গে জরো হয়েছে তালিব। দ্রুত সেখানে পৌঁছায় পুলিশের একটি দল। তার দিয়ারা সেতুর কাছের এলাকা ঘিরে ফেলে। পুলিশকে দেখা মাত্র গুলি চালাতে শুরু করে তালিব এবং তাঁর দুই সঙ্গী।

পুলিশের গুলিতে জখম হওয়ায় তালিব পালাতে পারেনি। যদিও ধর্ষণে অভিযুক্ত দুই সঙ্গী সলমান ও মুখতার পালাতে সক্ষম হয়। তালিবের চিকিৎসা ব্যবস্থা করে পুলিশ। সুলতানপুর সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তালিবের। এনকাউন্টারে কুখ্যাত গ্যাংস্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লখিমপুরখেরির পুলিশ সুপার কুঁয়ার অনুপম সিং। পলাতক অন্য দুই অভিযুক্তের সন্ধানে রয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি লখিমপুরখেরির দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তালিবের বিরুদ্ধে।
  • পুলিশের গুলিতে জখম হওয়ায় তালিব পালাতে পারেনি।
Advertisement