shono
Advertisement

এবার লুধিয়ানায় বিষাক্ত গ্যাস লিক, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহতও বহু

এখনও গোটা এলাকার বাতাসে ছড়িয়ে রয়েছে বিষাক্ত গ্যাস।
Posted: 10:31 AM Apr 30, 2023Updated: 03:37 PM Apr 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের লুধিয়ানায় একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই লুধিয়ানার (Ludhiana)  গিয়াসপুরার শেরপুর চক এলাকার সুয়া রোডের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়া শুরু করে। ওই বিষাক্ত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় স্থানীয়দের। সব মিলিয়ে মোট ২০ জন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। বাকি ১১ জন ভরতি স্থানীয় হাসপাতালে। মৃতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে।

[আরও পড়ুন: এমআরআই করাতে গিয়ে বিপত্তি, মৃত্যু ব্রেবোর্ন কলেজের ছাত্রীর]

স্থানীয় সূত্রের খবর, একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয় রবিবার সকাল ৭টা ১৫ নাগাদ। ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ বোধ করা শুরু করেন। বেশ কয়েকজন জ্ঞান হারান। এদের মধ্যে একাধিক শিশুও ছিল। খবর পেয়ে এলাকায় ছুটে যায় স্থানীয় পুলিশ প্রশাসন। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। NDRF-এর একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

[আরও পড়ুন: কাজের খোঁজে বিদেশে গিয়ে বিপাকে মুর্শিদাবাদের ৩ যুবক, ছেলের চিন্তায় প্রাণ গেল বাবার]

জানা গিয়েছে, এনডিআরএফ এবং পুলিশ এখনও কারখানার আশপাশে বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখেছে। আসলে ওই কারখানার আশেপাশের ৩০০ মিটার এলাকা এখনও নিরাপদ নয়। ঠিক কীভাবে এই গ্যাস দুর্ঘটনা ঘটল, সেটা জানার চেষ্টা করছে পুলিশ। দ্রুত ওই এলাকা খালি করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement