shono
Advertisement

‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি

ক্যানসারে আক্রান্ত মেয়ের কথাতেও কান দেয়নি বাবা৷ The post ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:50 AM May 17, 2017Updated: 05:25 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোন ম্যারো ক্যানসারে ভুগছিল সে৷ ডাক্তার বলেছিল চিকিৎসার জন্য টাকা দরকার৷ কিন্তু আসবে কোত্থেকে? মায়ের হাতে টাকা নেই৷ বাবা ছেড়ে গিয়েছে কোন ছোটবেলায়৷ উপায়ন্তর না দেখে বাবাকেই ভিডিও পাঠিয়েছিল মেয়েটি৷ চিকিৎসার জন্য টাকা পাঠানোর কাতর আর্তি জানিয়েছিল৷ আর সে ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, ততক্ষণে পরপারে পাড়ি দিয়েছে সে৷ অন্ধ্রপ্রদেশের এ ঘটনায় বাকরুদ্ধ দেশবাসী৷

Advertisement

বছর তেরোর সাই শ্রীর এই ভিডিও নড়িয়ে দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশনকেও৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মায়ের সঙ্গেই থাকত সাই শ্রী৷ ২০১৬-তে তার ক্যানসার ধরা পড়ে৷ তারপর চিকিৎসা চলছিল৷ কিন্তু যত দিন যাচ্ছিল তত অর্থের ভাঁড়ারে টান পড়ছিল৷ ছোটবেলাতেই তার মা-বাবা আলাদা হযে যায়৷ বাবা থাকতেন বেঙ্গালুরুতে৷ একসময় সে বুঝে যায়, মায়ের হাতে আর টাকা নেই৷ আর টাকা না থাকলে বেঁচে ফেরাও সম্ভব নয়৷ তাই যে বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে, বাধ্য হয়ে তাঁর কাছেই আবেদন করেছিল৷ ভিডিওবার্তায় বাবাকে জানিয়েছিল, চিকিৎসার জন্য টাকা পাঠাতে৷ এমনকী যদি বাবা টাকা নাও দেয়, তবে তাদের বাড়িটা বিক্রি করে যেন টাকার বন্দোবস্ত করা হয় এমনটাও জানিয়েছিল সে৷ মা-বাবার অশান্তি আঁচ করেই সে একটা সামাধান সূত্রও বের করেছিল৷ জানিয়েছিল, যদি মনে করে যে মা বাবার টাকায় ভাগ বসাবে, তাহলে বাবা যেন নিজে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে৷ কিন্তু এসব এখন অতীত৷ সমস্ত দোলাচল কাটিয়ে লোকান্তরিত হয়েছে ছোট্ট সাই শ্রী৷ আর তার মৃত্যুর একদিন পরে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তার ভিডিওবার্তা৷

ছোট্ট মেয়ের আবেদনে কান দেয়নি বাবা৷ জানা যাচ্ছে, মেয়েটির বাবা তেলুগু দেশম পার্টির এক বিধায়কের ঘনিষ্ঠ৷ মেয়েটির মা যখন বাড়ি বিক্রির চেষ্টা করেন, তখন ওই বিধায়কের প্রভাব খাটিয়ে তাতে বাধা দেন মেয়েটির বাবা শিব কুমার৷ এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ যেহেতু মেয়েটির বাবার সূত্রে এক বিধায়কের নাম জড়িয়েছে, তাই চলছে দোষারোপ ও পাল্টা অভিযোগের পালা৷ যদিও মানবাধিকার কমিশনে আবেদনকারী অচ্যুত রাও জানাচ্ছেন, মেয়েটির প্রতি তার বাবা ও অন্যান্যরা যে ব্যবহার করেছে তা শিশু অধিকারে হস্তক্ষেপ৷ সুবিচারের আশায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েররও আবেদন জানানো হয়েছে তাঁর তরফে৷ পুরো ঘটনায় পুলিশকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন৷

The post ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার