shono
Advertisement
Ambedkar Birthday

আম্বেদকরের জন্মদিনে ছুটি ঘোষণা কেন্দ্রের, দলিতদের মন পেতে সিদ্ধান্ত?

আগামী ১৪ এপ্রিল কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটি পাবেন।
Published By: Sayani SenPosted: 09:21 PM Mar 27, 2025Updated: 09:51 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা কেন্দ্রের। আগামী ১৪ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটির আওতাভুক্ত। দলিতদের মন পেতেই কি এমন সিদ্ধান্ত কেন্দ্রের বিজেপি সরকারের? রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা।

Advertisement

গত বছরের ডিসেম্বরে সংসদে আম্বেদকরকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে বেশ ভালোমতো চাপে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছিলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত। ১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।” এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা দাবি করে, শাহ যেভাবে ওই কথাগুলি বলেছেন, তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে।

এই বিতর্কের পরই আগামী ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মদিনে ছুটি ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলিতদের মন পেতে আম্বেদকর জন্মজয়ন্তীকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। সে কারণে ওইদিন ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও গেরুয়া শিবিরের দাবি, আম্বেদকরের প্রতি সম্মান জানিয়েই আগামী ১৪ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement