shono
Advertisement

Breaking News

Shubhanshu Shukla

মহাকাশে উড়িয়ে ছিলেন ভারতের ঝান্ডা, অশোক চক্রে সম্মানিত 'ব্যোমযাত্রী' শুভাংশু

গত বছর ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা।
Published By: Kousik SinhaPosted: 12:38 PM Jan 26, 2026Updated: 12:38 PM Jan 26, 2026

মহাকাশে উড়িয়ে ছিলেন ভারতের ঝান্ডা। সাধারণতন্ত্র দিবসে কর্তব্য পথে সেই গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে 'অশোক চক্রে' সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শান্তিকালীন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান এটি। ভারতের প্রথম নভশ্চর হিসাবে 'অশোক চক্র' পেয়েছিলেন রাকেশ শর্মা। এবার সেই সম্মান উঠল গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার বুকেও। মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা এবং ভারতের মহাকাশ কর্মসূচিতে বিশেষ অবদানের জন্য ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনকে এই সম্মান দেওয়া হয়েছে।

Advertisement

গত বছর ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তাঁর সঙ্গে গিয়েছিলেন অ্যাক্সিয়ম-৪-এর ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। সেই মহাকাশ যাত্রায় শুভাংশুর কাছে দেখা গিয়েছিল ভারতের জাতীয় পতাকা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে তাঁর হাতে সেই পতাকা তুলে দিয়েছিলেন শুভাংশু।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দিন ২০ কাটানোর পরে এই গত বছর শেষের দিকে কলকাতায় এসেছিলেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। আইসিএসপি-তে শুভাংশু শুক্ল প্যাভিলিয়নের উদ্বোধনে মহাকাশচারী বলেছিলেন, “পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার দূরে সারা ক্ষণ আমাদের গ্রহটার অনেকটা একসঙ্গে দেখতে পারছিলাম! দিনে ১৬ বার সূর্যোদয়, সূর্যাস্ত দেখেছি। কিন্তু একঘেয়ে লাগেনি’’। তাঁর কথায়, ‘‘এই প্রথম মনে হল, আলাদা করে কোনও শহর বা দেশ নয়, আস্ত পৃথিবীটাই আমার পরিচয়। মহাকাশে গেলেই এটা বোঝা যাবে।’’

ভারতের গগনযান অভিযানের সঙ্গেও যুক্ত শুভাংশু। সম্প্রতি ইসরো জানিয়েছে, সব ঠিক থাকলে দু’-এক বছরের মধ্যেই মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত। গগনযানে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন চার নভশ্চর— বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু। এই প্রকল্প যদি সফল হয়, তা হলে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে নভশ্চর পাঠানোর দৌড়ে আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে নাম জুড়বে ভারতের।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ইসরোর প্রথম মনুষ্যবাহী গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement