shono
Advertisement
Gurugram

কম দামে আইফোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! পুলিশের জালে আন্তর্জাতিক চক্র

কম দামে আইফোন-সহ বিভিন্ন বৈদ্যুতিন গ্যাজেট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা ও ছিনতাই কারবারের সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে পাকড়াও করল গুরুগ্রামের পুলিশ। ওই চক্রের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
Published By: Saurav NandiPosted: 08:22 PM Jan 16, 2026Updated: 08:22 PM Jan 16, 2026

কম দামে আইফোন-সহ বিভিন্ন বৈদ্যুতিন গ্যাজেট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা ও ছিনতাই কারবারের সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে পাকড়াও করল গুরুগ্রামের পুলিশ। ওই চক্রের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সম্প্রতি নেপালের এক বাসিন্দা এই চক্রের ফাঁদে পা দিয়েছিলেন। কম দামে আইফোন কিনতে নেপাল থেকে গুরুগ্রামে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে দু'লাখ টাকা ছিল। অভিযোগ, নেপালের ওই বাসিন্দাকে একটি হোটেলে ডেকে নিয়ে গিয়ে তাঁর কাছ থেকে সব টাকা ছিনতাই করে নেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাঁর মোবাইল ফোনটিও। গত ২৯ ডিসেম্বর এই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন ভরত শাহি নামে নেপালের ওই বাসিন্দা।

তদন্তে নেমে মহম্মদ গালিব রেজা নামে বছর ত্রিশের এক যুবককে পুলিশ পাকড়াও করে। তিনি বিহারের সীতামঢ়হীর বাসিন্দা। তবে থাকতেন দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়। তাঁকে জিজ্ঞাসবাদা করে গোটা চক্রের ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, রেজা স্বীকার করেছেন, নেপালি বাসিন্দার যে দু'লাখ টাকা ছিনতাই করা হয়েছিল, তার থেকে ৫০ হাজার টাকা তিনি পেয়েছিলেন। অতীতেও এই ধরনের একাধিক অপরাধ ঘটিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement