shono
Advertisement

Breaking News

Post Malone Concert in Guwahati

'একেবারেই নিরাপদ নয়', বিজেপিশাসিত অসমে ম্যালোনের কনসার্টে হেনস্তার শিকার ২ বিদেশিনী

তিনি জানিয়েছেন, 'এই ঘটনা সাধারণ ভিড়ের ধাক্কা নয়।'
Published By: Anustup Roy BarmanPosted: 04:31 PM Dec 11, 2025Updated: 05:20 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে বিজেপি শাসিত অসম। গুয়াহাটিতে (Guwahati) একটি অনুষ্ঠানে দুই বিদেশি মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে। নিজের সোশাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন অভিযোগকারীদের মধ্যে একজন।

Advertisement

জানা গিয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য এদেশে আসেন দুই বিদেশি। ভারত ভ্রমণে থাকা এই দুই বিদেশী নাগরিকের মধ্যে একজন অভিযোগ করেছেন, গুয়াহাটিতে পোস্ট ম্যালোনের কনসার্টে (Post Malone Concert in Guwahati) তাকে হেনস্থা করা হয়েছে। ভিড়ের সুযোগ নিয়ে, অচেনা পুরুষরা তাঁর এবং অন্য একজন মহিলার গায়ে তাঁদের 'অনুমতি ছাড়াই' হাত দিয়েছেন। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া পোস্টে, ভারতে মহিলাদের অভিজ্ঞতা নিয়ে তাঁর দাবি বিতর্ক সৃষ্টি করেছে।

ইনস্টাগ্রামে ডিজিটাল ক্রিয়েটর এমা। তিনি নিজের বেড়ানোর ছবি পোস্ট করেন। বহু মানুষ তাঁকে ফলো করেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। অসমের গুয়াহাটিতে পোস্ট ম্যালোন ২০ হাজারেরও বেশি দরশকের সামনে অনুষ্ঠান করে। নিজের ভিডিওতে, এমা এবং আরেক পর্যটক আমিনাকে হতাশ দেখিয়েছে। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে, এমা লিখেছেন, অনুষ্ঠানের মাত্র দশ মিনিটের মধ্যেই তাঁর এবং আমিনার গায়ে অচেনা ব্যক্তিরা হাত দেওয়া শুরু করেন। এরফলে তাঁরা ভিড় থেকে দূরে সরে যেতে বাধ্য হন বলে দাবি করেছেন এমা।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'গত রাতে গুয়াহাটিতে পোস্ট ম্যালোন কনসার্টে খুব দ্রুত পরিস্থিতি খারাপ হয়। আমি এবং আমিনা দু'জনেই ভিড় এলাকায় পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই সম্মতি ছাড়াই আমাদের স্পর্শ করা হয়। মাত্র ১০ মিনিট পর, আমরা বাধ্য হয়ে বেরিয়ে আসি। আমরা নিজেদের নিরাপদ মনে না করায় পিছনের দিকে সরে যেতে হয়। দুঃখের বিষয়, এই ঘৎনার ফলে আমরা আর কনসার্ট উপভোগ করতে পারিনি।'

তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা সাধারণ ভিড়ের ধাক্কা নয়। এটি, 'প্রকাশ্যে মহিলাদের সঙ্গে খারাপ আচরণের ঘটনা যাকে ছোট করে দেখানো হচ্ছে'।

অনেকেই এমার পোস্টের নিছে তাঁদের সমর্থনে কথা বলেছেন। এমনকি কেউ কেউ ক্ষমাও চেয়েছেন। একজন লিখেছেন, "এই জায়গার বাসিন্দা হিসেবে, আমি গভীরভাবে লজ্জিত। আপনার আনন্দ প্রাপ্য, ভয় নয়। আমি আশা করি আপনি এর পরেও আমাদের জনগণের কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই বিদেশি মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে।
  • সোশাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন অভিযোগকারীদের মধ্যে একজন।
  • ভিড়ের সুযোগ নিয়ে, তাঁদের গায়ে 'অনুমতি ছাড়াই' হাত দিয়েছেন।
Advertisement