সকল দেশের সেরা ভারত! সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার উচ্চতায় উড়ল তেরঙা ঝান্ডা। দেশকে গর্বিত করলেন ভারতীয় পর্বতারোহী রোহিতাশ খিলেরি। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে কেবল ওঠাই নয়, অক্সিজেন ছাড়া শৃঙ্গে টানা ২৪ ঘণ্টা কাটিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এই অবিশ্বাস্য কৃতীত্বকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষ, পর্বতারোহীদের পাশাপাশি বিজ্ঞানীরাও।
পাহাড়ে বেড়াতে যাওয়া সাধারণ পর্যটকও জানেন সান্দাকফু কিংবা ছাঙ্গুর হ্রদের মতো উচ্চতায় কতখানি কমে যায় অক্সিজেন। সেই কারণেই পর্বতরোহীরা শৃঙ্গ জয়ের পর দ্রত নেমে আসেন সমতলে। বিশেষজ্ঞদের বক্তব্য, সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অক্সিজেনে মাত্র নেমে আসে অর্ধেকে। এতখানি উঁচু জায়গায় দীর্ঘ সময় থাকা দ্রুত ওঠানামার থেকেও বেশি বিপজ্জনক। সেই কঠিন কাজটিই অনায়াশে করে ফেলেছেন ভারতের রোহিতাশ। মাউন্ট এলব্রুস শৃঙ্গে অক্সিজেন ছাড়া ২৪ ঘণ্টা কাটিয়েছেন তিনি। পর্বতারোহনের ইতিহাস এই ঘটনা প্রথমবার ঘটল।
বিগত অভিযানে ফ্রস্টবাইটের মতো অসুস্থতার পরেও পিছু হটেননি।
বিজ্ঞানীদের বক্তব্য, ৫০০০ হাজার মিটার উচ্চতায় ২৪ ঘণ্টা কাটানো একটি বিরল ঘটনা। এর জন্য বিশেষ ধরনের শারীরিক সক্ষমতা জরুরি। কারণ সাধারণ ভাবে এই অবস্থায় হৃদস্পন্দন বেড়ে যায়। সামান্য নড়াচড়াতেও প্রচুর শক্তি ক্ষয় হয়। এমনকী মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে চমকে দেওয়া সয্যশক্তির প্রমাণ দিয়েছেন রোহিতাশ। এমন কাণ্ড দীর্ঘ অনুশীলন ছাড়া সম্ভব?
রোহিতাশের খিলেরির অবিশ্বাস্য কৃতীত্বকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষ, পর্বতারোহীদের পাশাপাশি বিজ্ঞানীরাও।
বিশ্ব রেকর্ড গড়া ভারতীয় পর্বতারোহী জানিয়েছেন, কঠিনতম স্বপ্নপূরণে দীর্ঘ আট বছর কঠোর অনুশীলন করেছেন তিনি। এমনকী বিগত অভিযানে ফ্রস্টবাইটের মতো অসুস্থতার পরেও পিছু হটেননি। রোহিতাশের সাফ কথা, এই সাফল্যের কারণ লাগাতার অনুশীলন ও শৃঙ্খলা।
