shono
Advertisement

Breaking News

RG Kar Case

২ দিনে তিনবার পিছিয়ে আধঘণ্টায় সুপ্রিম কোর্টে শেষ আর জি কর শুনানি

বৃহস্পতিবার দুপুরে সব পক্ষের রিপোর্ট জমা পড়ার পর তা খতিয়ে দেখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে সিবিআইয়ের কাছে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 03:11 PM Nov 07, 2024Updated: 06:40 PM Nov 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টে তিনবার পিছিয়ে গিয়েছিল আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার শুনানি। আর বৃহস্পতিবার দুপুর ২টোর খানিক পরে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি শুরুর আধঘণ্টার মধ্যে তাতে ইতি টেনে দেওয়া হল! সব পক্ষের রিপোর্ট জমা পড়ার পর তা খতিয়ে দেখলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এর পর বিচারপতিরা জানান, বিষয়টি সংবেদনশীল। প্রকাশ্য়ে আলোচনার মতো নয়। তাছাড়া শিয়ালদহ আদালতে চার্জ গঠন হয়েছে, বিচারও শুরু হবে ১১ নভেম্বর। 

Advertisement

জানা গিয়েছে, এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। পাশাপাশি, জাতীয় টাস্ক ফোর্সের কাজ নিয়েও একটি রিপোর্ট দেওয়া হয়েছে কেন্দ্রের। সেসব খতিয়ে দেখেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি মন্তব্য করেছেন, সিবিআইয়ের স্টেটাস রিপোর্টে বহু দুর্নীতির প্রমাণ মিলেছে। আগামী ৪ সপ্তাহের মধ্য়ে সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য। পাশাপাশি বিচারপতিরা জানান, জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্টে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সচিবরাও নিজেদের মতামত হলফনামা আকারে জানাতে পারেন।

এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে গরহাজির ছিলেন সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। সূত্রের খবর, তাঁর অন্য কাজ থাকায় এদিন শুনানিতে থাকতে পারেননি তিনি। বৃহস্পতিবারের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আবেদন জানান, দ্রুত মামলার নিষ্পত্তি হোক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টে আধঘণ্টায় শেষ আর জি কর মামলার শুনানি।
  • সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে মন্তব্য প্রধান বিচারপতির।
Advertisement