shono
Advertisement
Navy Officer Detained

আমেরিকার কবজায় থাকা রুশ ট্যাঙ্কারে আটক ভারতের মার্চেন্ট নেভি অফিসার! মোদির দ্বারস্থ পরিবার

Rikshit Chauhan: সামনের মাসেই বিয়ে। কিছু দিনের মধ্যেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগে রাশিয়ার তেলের জাহাজে সফররত অবস্থায় আটক হলেন হিমাচল প্রদেশের কাংড়ার মার্চেন্ট নেভি অফিসার রিক্ষিত চৌহান।
Published By: Saurav NandiPosted: 05:31 PM Jan 12, 2026Updated: 06:13 PM Jan 12, 2026

সামনের মাসেই বিয়ে। কিছু দিনের মধ্যেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগে রাশিয়ার তেলের জাহাজে সফররত অবস্থায় আটক হলেন হিমাচল প্রদেশের কাংড়ার মার্চেন্ট নেভি অফিসার রিক্ষিত চৌহান। আটলান্টিক মহাসাগরে সেই জাহাজটি আটক করেছে মার্কিন সেনা। এই পরিস্থিতিতে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ রিক্ষিতের পরিবার।

Advertisement

সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পরেই রুশ তৈলবাহী জাহাজ 'মারিনেরা' (সাবেক বেলা-১)-কে আটক করে আমেরিকা। ওই জাহাজে ২৮ জন সওয়ারির মধ্যে তিন ভারতীয় রয়েছেন। তাঁদেরই একজন ২৮ বছরের রিক্ষিত। চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম কাজেই তাঁকে ভেনেজুয়েলায় পাঠিয়েছিল রাশিয়ার নিয়োগকারী সংস্থা। শেষবার গত ৭ জানুয়ারি পরিবারের সঙ্গে কথা হয়েছিল রিক্ষিতের। তার পরেই রুশ জাহাজটিকে আটক করে মার্কিন সেনা।

রিক্ষিতের মা রীতা দেবী জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁর ছেলের বিয়ে। প্রধানমন্ত্রীর কাছে মায়ের আর্জি, "আমার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ও যাতে নিরাপদে বাড়ি ফিরে আসে।" রিক্ষিতের বাবা রঞ্জিত সিংহ বলেন, ‘‘শেষ বার যখন কথা হয়, তখন ও ইঙ্গিত দিয়েছিল, পরের কয়েক দিন কথা হবে না। ভেনেজুয়েলায় আমেরিকার সেনা অভিযানের কারণে ওদের সেখান থেকে ফিরে আসতে নির্দেশ দিয়েছেন কর্তারা। ১০ জানুয়ারি জানতে পারি, ছেলের জাহাজ আটক করা হয়েছে।’’

প্রসঙ্গত, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে জানিয়েছিলেন, তাঁরা পরিস্থিতির উপরে নজর রাখছে। তিনি বলেন, ‘‘ওই ট্যাঙ্কারে যে ভারতীয়েরা ছিলেন, তাঁদের বিষয়ে খবর নিচ্ছি।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement