shono
Advertisement

শ্রমিকরা যখন আটকে, রাহুল-প্রিয়াঙ্কা তখন নাচছে! পরিবার তুলে কটাক্ষ হিমন্তের

'এই পরিবারটির কাছে বিনোদন সবার আগে', তোপ অসমের মুখ্যমন্ত্রীর।
Posted: 05:49 PM Nov 29, 2023Updated: 05:49 PM Nov 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল উত্তরকাশীতে (Uttarkashi) যখন শেষ পর্যায়ে ৪১ শ্রমিকের উদ্ধারকাজ, সেই সময় সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয় কংগ্রেসের (Congress) প্রচারের একটি ভিডিও। ওই ভিডিওতে গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi)। যা নিয়ে শোসাল মিডিয়ায় তোপ দাগলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। হিমন্তের মন্তব্য, গোটা দেশ যখন শ্রমিকদের নিয়ে উৎকণ্ঠায়, তখন গান্ধী পরিবার নাচে-গানে মত্ত!

Advertisement

এক্স হ্যান্ডেলে কংগ্রেস (Congress) তথা রাহুল-প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন হিমন্ত। নিজের পোস্টে লেখেন, “গতকাল উদ্বিগ্ন জাতি প্রার্থনায় নিমগ্ন ছিল, উত্তরাখণ্ডে (Uttarakhand) শ্রমিকদের নিরাপদে উদ্ধারের অপেক্ষায় ছিল। পরিবারটি (পড়ুন গান্ধী পরিবার) যথারীতি নাচ-গানে মত্ত ছিল।” হিমন্তের কটাক্ষ, “সেটা ২৬/১১-র মতো গম্ভীর পরিস্থিতি হোক বা অন্য কিছু, এই পরিবারটির কাছে বিনোদনই সবার আগে।”

 

[আরও পড়ুন: অমানবিক! স্কুল বাসে ২ নার্সারি ছাত্রীকে ধর্ষণ চালকের! রক্তাক্ত অবস্থায় ফিরল বাড়ি]

যদিও উদ্ধারকাজের শেষ দিনে রাহুল-প্রিয়াঙ্কার ভিডিওটি ভাইরাল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। মঙ্গলবারই কেন ভাইরাল হল ভিডিওটি। সেটি কোথাকার মিছিলের, কবেকার তা এখনও স্পষ্ট নয়। অতএব, হিমন্তের কুৎসাকে আমলই দিতে চাইছেন না দেশের অন্যতম বিরোধী দলের নেতারা।

 

[আরও পড়ুন: প্রেমিকের ফোনে মহিলাদের ১৩ হাজার নগ্ন ছবি, ঘনিষ্ঠতার প্রমাণ মুছতে গিয়ে কেঁপে উঠলেন তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement