সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি চলছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিস্তীর্ণ অংশে। তার জেরে ভয়াবহ ধস নামল রামবান জেলার জম্মু-শ্রীনগর মহাসড়কে (Jammu-Srinagar Highway)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধসের ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সাইভাই ছবির দৃশ্যের মতো জলের তোড়ে ভেসে যাওয়া মহাসড়কের বড় অংশ। এর ফলেই ওই এলাকায় স্তব্ধ হয়েছে যাতায়াত। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় ধস নেমেছে বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসন এবং জম্মু ট্রাফিক জানিয়েছে, বৃষ্টি মাথায় করেই রাস্তা সারাইয়ের কাজে নেমেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। জম্মু-শ্রীনগর মহাসড়কে বড় ধস নেমেছে। কার্যত সেখানে জলের তোড়ে ধুয়ে গিয়েছে আস্ত রাস্তা। ওই অংশে এখনই মেরামত সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে আমজনতাকে মহাসড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে প্রশাসন।