shono
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি নিয়োগে বিরাট দুর্নীতি! চিঠি লিখে পর্দাফাঁস খোদ যোগীর মন্ত্রীর

এর আগে বিধানসভায় অঙ্গনওয়াড়ি দুর্নীতির অভিযোগ তুলে আলোচনা চেয়েছিলেন বিজেপি বিধায়ক।
Published By: Amit Kumar DasPosted: 12:10 PM Feb 24, 2025Updated: 12:10 PM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির অভিযোগে ফের শিরোনামে উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি বিভাগ। এই দপ্তরে কর্মী নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি বিভাগের শীর্ষ আধিকারিককে চিঠি লিখলেন রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা। এই চিঠি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। এই নিয়োগ দুর্নীতি চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রতিভা।

Advertisement

নিয়োগ দুর্নীতি তো বটেই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএসে শিশুদের খাবারের মান নিয়ে বারবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশে। রাজ্যের বহু জেলায় ৫২ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি পদ খালি পড়ে রয়েছে। গত বছর থেকে এই পদে সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও বহু জেলায় নিয়োগে অনিয়ম ও হাই কোর্টে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়ায় বাধার মুখে পড়তে হচ্ছে সরকারকে। পরিস্থিতি সামাল দিতে উচ্চপর্যায়ের আধিকারিকদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেছে যোগী সরকার। এরইমাঝেই ফের দুর্নীতির অভিযোগে শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ অঙ্গনওয়াড়ি।

রাজ্যের অঙ্গনওয়াড়ি বিভাগের প্রধানকে চিঠি লিখে মন্ত্রীর অভিযোগ, টাকার বিনিয়মে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। এই নিয়োগ দুর্নীতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে আবেদন জানিয়েছেন প্রতিভা শুক্লা। মন্ত্রীর এমন চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এই চিঠিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। উল্লেখ্য, উত্তরপ্রদেশ অঙ্গনওয়াড়িতে নিয়োগ দুর্নীতির অভিযোগ অবশ্য প্রথমবার নয়, এর আগে উত্তরপ্রদেশ বিধানসভায় এই বিভাগে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন উনচাহারের বিজেপি বিধায়ক মনোজ পান্ডে। এমনকি বিধানসভায় এই ইস্যুতে আলোচনার দাবিও তুলেছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুর্নীতির অভিযোগে ফের শিরোনামে উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি বিভাগ।
  • এই দপ্তরে কর্মী নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি বিভাগের শীর্ষ আধিকারিককে চিঠি লিখলেন রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা।
  • এই চিঠি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
Advertisement